দৃষ্ট্রি প্রতিবন্ধীদের টেলিফোন অপারেটিং প্রশিক্ষন দেবে এনএসবিপি

প্রিয় পাঠক আমাদের ওয়েবসাইটের প্রশিক্ষন সিরিজের আরেকটি নতুন পোস্টে আপনাকে জানাই স্বাগতম। আজ আমাদের আলেচ্য বিয়ষ হল দৃষ্ট্রি প্রতিবন্ধীদের টেলিফোন অপারেটিং প্রশিক্ষন। জাতীয় দৃষ্ট্রিহীন ও দৃষ্ট্রি প্রতিবন্ধী সংস্থা (এনএসবিপি) দৃষ্ট্রি প্রতিবন্ধীদের বিনামুল্যে টেলিফোন অপারেটিং প্রশিক্ষন প্রদান করবে। আপনরা যারা দৃষ্ট্রি প্রতিবন্ধী ব্যক্তি আছেন তারা এই প্রশিক্ষন নিতে পারবেন। অনেক ব্যক্তি আমাকে প্রশ্ন করেছেন ভাই আমরা যারা শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি আছি আমরা কি বিনামুল্যে টেলিফোন অপারেটিং প্রশিক্ষন নিতে পারব না?। আপনাদের জন্য বলতে চাই জি আপনারাও বিনামুল্যে টেলিফোন অপারেটিং প্রশিক্ষন নিতে পারবেন। আপনারা যারা শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি টেলিফোন অপারেটিং প্রশিক্ষন নিতে চান তারা পাবনা জেলায় অবস্থিত মানব কল্যাণ ট্রাস্ট থেকে উক্ত প্রশিক্ষন গ্রহণ করতে পারবেন। এ সম্পর্কে আমাদের ওয়েবসাইটে একটি বিস্তারিত পোস্ট করা আছে আপনি চাইলে সেই পোস্টটি পড়ে নিতে পারেন।
এই পোস্টে আমরা মুলত দৃষ্ট্রি প্রতিবন্ধীদের জন্য টেলিফোন অপারেটিং প্রশিক্ষন বিষয়ে আলোচনা করব। বাংলাদেশেল শির্ষস্থানিয় একটি দৃষ্ট্রি প্রতিবন্ধী অরগানাইজেশন এনএসবিপি সারা দেশের দৃষ্ট্রি প্রতিবন্ধীদের বিনামুল্যে বিভিন্য প্রশিক্ষন প্রদান করে, এবং দৃষ্ট্রি প্রতিবন্ধীদের বিভিন্য সেবা ও সুযোগ সুবিধা প্রদান করে। আমি ব্যক্তিগত ভাবে এনএসবিপির প্রশিক্ষন কেন্দ্রে গিয়েছিলাম। সেখানের আবাসিক পরিবেশ খুবই ভাল আপনি চাইলে সম্পুর্ণ বিনামুল্যে এনএসবিপি থেকে বিভিন্য প্রশিক্ষন গ্রহণ করতে পারবেন তবে আমাদের আজকের আলোচ্য বিষয় টেলিফোন অপারেটিং সিস্টেম।
এনএসবিপির আবাসিক পরিবেশ কেমন
জাতীয় দৃষ্ট্রিহীন ও দৃষ্ট্রি প্রতিবন্ধী সংস্থা (এনএসবিপি) এর আবাসিক পরিবেশ সম্পর্কে এবার আলোচনা করা যাক। এনএসবিপির প্রশিক্ষন ভবনটি চার তলা বিশিষ্ট। এখানে নিচ তলায় রিসেপশন এবং কম্পিউটার ল্যাব ও প্রশিক্ষন কেন্দ্র, দ্বিতীয় ও তৃতীয় তলায় আবাসিক হল এবং চতুর্থ তলায় অফিস কক্ষ। আপনি যদি এখানে প্রশিক্ষন গ্রহণ করার জন্য আসেন তবে আপনাকে ফ্লোরে বিছানা করে ঘুমাতে হবে। কারণ এখানে কারও জন্য কোন খাটের ব্যবস্থা নেই , বিছানা করার জন্য বিছানার চাদর, বালিশ কাথা ইত্যাদি এনএসবিপি থেকে সরবরাহ করা হবে।
তবে আপনার যদি অন্য কারও বিছানায় ঘুমাতে সমস্যা হয় তবে আপনি নিজের জন্য আলাদা বিছানার চাদর, কম্বল সাথে নিয়ে আসতে পারেন তবে আপনি যদি ওগুল সাথে নাও আনেন তবে এনএসবিপির বিছানার চাদর কম্বল ব্যবহার করতে পারবেন। তবে আমার ব্যক্তিগত পরামর্শ হল আপনারা বাড়ি থেকে নিজের জন্য আলাদা বিছানার চাদর এবং কম্বল সাথে নিয়ে আসবেন। কারণ এনএসবিপির বিছানার চাদরে যে কত মানুষ ঘুমায় তার কোন ঠিক নেই। এই বিছানায় ঘুমালে আপনার চুলকানি সহ বিভিন্য ছোয়াচে রোগ হতে পারে তাই নিজের বিছানার চাদর নিজের সাথে আনাই ভাল।
কিভাবে প্রশিক্ষন গ্রহণ করবেন
এনএসবিপি থেকে যে কোন প্রশিক্ষন নিতে হলে প্রথমে আপনাকে প্রশিক্ষনের জন্য আবেদন করতে হবে। এখন কথা হল কিভাবে আবেদন করবেন। আবেদন করার জন্য আপনাকে এনএসবিপির সাথে যোগাযোগ করতে হবে। নিচে একটি ফোন নাম্বার দেয়া হল সেই নাম্বারে কল করে আপনি এনএসবিপির সাথে যোগাযোগ করতে পারবেন। এনএসবিপির প্রতিনিধিকে বলবেন আপনি এখানে টেলিফোন অপারেটিং প্রশিক্ষণ গ্রহণ করতে চান। ও প্রান্তের ব্যক্তি আপনার কাছে কিছু তথ্য জানতে চাইবে আপনি তাকে সকল তথ্য সঠিক ভাবে প্রদান করবেন তিনি আপনাকে বলে দেবেন প্রশিক্ষন গ্রহণ করতে কবে আসতে হবে।
প্রশিক্ষনের জন্য কি কি কাগজপত্র প্রয়োজন
এনএসবিপি থেকে প্রশিক্ষন গ্রহণ করার জন্য আপনার প্রতিবন্ধী পরিচয়পত্র থাকতে হবে। এবং আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সাথে নিয়ে আসতে হবে, অফিসে এসে এসকল কাগজপত্র জমা দেবার পর আপনাকে প্রশিক্ষনে ভর্তি করে নেয়া হবে।
এনএসবিপির খাবারের মান কেমন
এখানে প্রশিক্ষন গ্রহণ করতে আসলে সম্পুর্ণ বিনামুল্যে এনএসবিপি আপনাকে খাবার সরবরাহ করবেন। প্রতিদিন সকালে সাদা ভাতের সাথে ডিমের তরকারী কিংবা সবজি থাকবে। কিংবা কোনদিন খিচুরি ভাতের সাথে ডিম ভাজি বা আলু ভর্তা দেয়া হবে। দুপুরের খাবারে সাদা ভাতের সাথে গরু বা মুরগির মাংশ সরবরাহ করা হবে এবং রাতের খাবারে সাদা ভাতের সাথে ডিম বা পাতলা ডাল কিংবা সবজির তরকারী সরবরাহ করা হবে।
যোগাযোগ
এনএসবিপি থেকে প্রশিক্ষন গ্রহণ করার জন্য নিচে দেয়া নাম্বারে কল করবেন। কল করে জানাবেন আপনি টেলিফোন অপারেটিং প্রশিক্ষন গ্রহণ করতে চান। ও প্রান্তের ব্যক্তি আপনার প্রশিক্ষন গ্রহণের জন্য সকর ব্যবস্থা গ্রহণ করবেন ফোন নাম্বারটি হল ০১৭০৮ ৫২৯৬৯০।