ভাতা নিবন্ধন করতে হবে নতুন করে বাতিল হবে ৪৬ শতাংশ ভাতা

প্রিয় পাঠক পাঠিকাবৃন্দ, প্রতিবন্ধী ইনফো ডট নেট এর পক্ষ থেকে আন্তরিক প্রিতি ও ভালবাসা গ্রহণ করবেন। ভাতা নিবন্ধন করতে হবে নতুন করে এটাই হল আমাদের আজের আলোচ্য বিষয়। বর্তমান অন্তরবর্তিকালীন সরকার ক্ষমতা গ্রহনের পর ভাতাভোগিদের তালিকা সংশধনের ঘোষনা দেয়।
তারই ধারাবাহিকতায় ৪৬ শতাংশ ভাতাভোগিকে ভাতার তালিকা থেকে বাদ দেয়া হবে।
বর্তমান অন্তবর্তিকালিন সরকারের সমাজকল্যাণ উপদেষ্ঠা ১৭ ই ফেব্রুয়ারি রাতে, ঢাকাস্থ ওসমানি সৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে দেয়া বক্তব্যে বলেন: “ডিসিদের জানিয়েছি উপকারভাগিদের আমরা যে সেবাটা দেই তার ৪৬ শতাংশ ত্রুটিপুর্ণ।
অর্থ্যাৎ ১০০ জনের মধ্যে ভুল ৪৬ জনের কাছে ভাতার টাকাটা যাচ্ছে। এটি শুধু বিশাল অংকের অপচয় নয়, যার পাওয়ার কথা সেই মানুষটা কষ্টে থেকে যায়। আমাদের যে রিফর্ম কমিশন আছে তাদের দিক থেকেও এ কথাটা ব্যক্ত করা হয়েছে।’ তিনি আরও বলেন, আমরা যে উপকারভোগিদের তালিকা পেয়েছি, সেটি অতীত থেকে পেয়েছি।
এখানে প্রচুর ত্রুটি আছে। ডিসিরাও আমাদের জানালেন যে কী পরিমাণ ত্রুটি তারা স্থানিয়ভাবে পাচ্ছেন।
ভাতা নিবন্ধন
আবার নতুন করে সোশ্যাল রেজিস্ট্রেশনের মাধ্যবে ভাতাভোগিদের নিবন্ধন করতে হবে। অনলাইনের মাধ্যমে নতুনভাবে ভাতাভোগিদের নিবন্ধন করতে হবে। যে সকল ভাতাভোগি অযোগ্য হয়েও ভাতার টাকা পাচ্ছেন। তাদের ভাতা বাতিল করা হবে। তবে কি প্রকৃয়ায় ভাতাভোগিরা নতুন করে নিবন্ধন করবে।
সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে অনলাইনের মাধ্যমে নিবন্ধন করতে হবে এমন ইঙ্গিত সমাজকল্যাণ উপদেষ্টার বক্তব্য থেকে পাওয়া গেছে। ভাতার এই নতুন নিবন্ধন কবে থেকে শুরু হবে সে সম্পর্কে কিছু জানা যায়নি। আগামী জানুয়ারি থেকে মার্চ, এই তিন মাসের ভাতার টাকা পাবার আগে নিবন্ধন করতে হবে না পরে এ বিষয়েও কিছু জানা যায়নি।
তবে আজ হোক কাল হোক নতুন ভাবে নিবন্ধন করতে হবে এটা পরিস্কার। প্রতিবন্ধী সহ বিভিন্য ভাতাভোগিরা, অযোগ্য ভাতাভোগিদের ভাতা বাতিলের দাবি জানিয়ে আসছিল। অবশেষে তাদের এই দাবি সরকার পুরণ করতে যাচ্ছে।
আমরাও চাই ভুয়া প্রতিবন্ধী কিংবা ভাতা পাওয়ার অযোগ্য প্রতিবন্ধীদের, প্রতিবন্ধী ভাতা বাতিল করা হোক। এবং যে সকল প্রতিবন্ধী সতিকারের অভাবি এবং প্রতিবন্ধী। তাদের প্রতিবন্ধী ভাতা প্রদান করা হোক। সরকারের কাছে আমরা অনুরোধ জানাই প্রতিবন্ধী সহ সকল ভাতার টাকার পরিমাণ বৃদ্ধি করা হোক।
কারণ বর্তমানে দেয়া ভাতার টাকায় কিছু হয় না। প্রতিবন্ধী ভাতা হিসেবে মাসে ৮৫০ টাকা দেয়া হয়। এই টাকায় একজন প্রতিবন্ধী কিভাবে একমাস চলবে?। ভাতার নতুন নিবন্ধন করতে কোথায় যেতে হবে, কিংবা কি কি কাগজপত্র দাখিল করতে হবে এ সম্পর্কিত কোন তথ্য আমরা জানতে পারিনি।
তবে আমরা এ বিষয়ে সজাগ দৃষ্ট্রি রাখছি। ভাতার নতুন নিবন্ধন সংক্রান্ত সকল তথ্যাদি আমাদের ওয়েবসাইটে নিয়মিতভাবে প্রকাশ করা হবে। তাই সকল ভাতাভোগিদের কাছে আমাদের বিশেষ অনুরোধ। আপনারা আমাদের ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখবেন। কিভাবে ভাতার জন্য নতুন নিবন্ধন করতে হবে,
কত টাকা লাগবে, কবে ভাতার নতুন নিবন্ধন শুরু হবে, কবে শেষ হবে, কি কি কাগজপত্র লাগবে, নিবন্ধন করতে কোথায় যেতে হবে। এসকল বিষয়ে আমরা যথাক্রমে আপনাদের অবহিত করে যাব বলে আশা করি। সর্বপরি ভাতা নিবন্ধন সকল ভাতাভোগিদের জন্য অত্যান্ত গুরুত্বপুর্ণ একটি বিষয়।
এই ব্যপারটাকে অবহেলা করার কোন সুযোগ নেই। কেউ যদি অবহেলা করে কিংবা অন্য কোন কারণে ভাতা নিবন্ধন না করে, তবে তার ভাতা বাতিল হয়ে যেতে পারে। সুতরাং আমাদের সবাইকে এ বিষয়ে সজাগ দৃষ্ট্রি রাখতে হবে। একবার ভাতা বাতিল হলে বাতিল হওয়া ভাতা পুনর্বহাল করাটা অনেক কষ্টসাধ্য একটি বিষয়। এমনকি বাতিলকৃত ভাতা পুনর্বহাল নাও হতে পারে।
প্রিয় পাঠক পাঠিকাবৃন্দ, এই ছিল ভাতা নতুন নিবন্ধন সংক্রান্ত আমাদের আজকের আলোচনা। এই পোস্টটি আপনার কেমন লাগল তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভাল থাকবেন সুস্থ্য থাকবেন, লেখাটি পড়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।