প্রশিক্ষন

টেলিফোন অপারেটিং প্রশিক্ষন কোথায় দেয়া হয়

প্রিয় পাঠক আমাদের ওয়েবসাইটের নতুন আরেকটি পোস্টে আপনাকে জানাই স্বাগতম। আমাদের আজকের আলোচ্য বিষয় হল টেলিফোন অপারেটিং প্রশিক্ষন কোথায় দেয়া হয় এই সম্পর্কে। আমরা যারা প্রতিবন্ধী আছি আমাদের সব সময় যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। কারণ একজন অপ্রতিবন্ধী ব্যক্তি চাইলে কাইক পরিশ্রম করে নিজের যিবিকা নির্বাহ করতে পারে সে চাইলে মাটি কাটতে পারে, ইট ভাংতে পারে, রাজ মিস্ত্রির কাজ করতে হবে, কিংা অন্য কোন কাইক পরিশ্রমের কাজ করতে পারে। কিন্তু আমরা যারা প্রতিবন্ধী আছি আমরা না পারব ওসকল কাইক পরিশ্রমের কাজ করতে, না পারব নিজে অনেক বড় ব্যবসা বানিজ্য করতে তাই আমাদের উচিত প্রযুক্তিগত দক্ষতা অর্জন করা। আপনি যদি টেলিফোন অপারেটিং করতে পারেন তবে আপনার জন্য কোন কম্পানি বা অফিসে রিসেপশনিষ্টের কাজ করতে পারবেন। এখন বিভিন্য অফিস বা কোম্পানির হেল্পলাইন থাকে, এই পোস্টের মাধ্যমে আমরা জানব কিভাবে এসকল হেল্পলাইনে চাকরি দেয়ার জন্য নিজেকে তৈরী করা যায়।

টেলিফোন অপারেটিং প্রশিক্ষন কোথায় দেয়া হয়

প্রিয় পাঠক এবার আমরা আলোচনা করব প্রতিবন্ধীদের জন্য কোথায় টেলিফোন অপারেটিং প্রশিক্ষন দেয়া হয়। এমনিতে অনেক প্রতিষ্ঠান আছে যারা মোটা টাকার বিনিময়ে টেলিফোন অপারেটিং প্রশিক্ষন দিয়ে থাকে, কিন্তু আমরা এই পোস্টের মাধ্যমে জনব কোথায় ফ্রিতে টেলিফোন অপারেটিং প্রশিক্ষন দেয়া হয়। আপনি যদি একজন প্রতিবন্ধী ব্যক্তি হন এবং হেল্পলাইন বা রিসেপশনিস্ট হিসেবে চাকরি করার আগ্রহ থাকে তবে এই পোস্টটি আপনি অবশ্যই সম্পুর্ণ পড়বেন। এই পোস্টটি পড়লে আপনি জানতে পারবেন কোথায় ফ্রিতে টেলিফোন অপারেটিং প্রশিক্ষন দেয়া হয়। কিভাবে ভর্তি হয়া যায়। থাকা ও খাওয়ার ব্যবস্থা কেমন ইত্যাদি সম্পর্কে। নিজে এই পোস্টটি পড়বেন এবং আপনার পরিচিত অন্য প্রতিবন্ধীদের পড়ার জন্য এই পোস্টটি তাদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

বাংলাদেশের রাজশাহী বিভাগের পাবনা জেলার সিংগা বাইপাস সংলগ্ন এলাকায় মানব কল্যাণ ট্রাস্ট নামের একটি চ্যারেটি প্রতিষ্ঠান আছে। আমরা বিগত দুটি পোস্টের মাধ্যমে মানব কল্যাণ ট্রাস্ট সম্পর্কে কিছুটা আলোচনা করেছি। কিন্তু আপনাদের অসংখ্য অনুরোধের কারণে টেলিফোন অপারেটিং প্রশিক্ষন সংক্রান্ত একটি বিশেষ পোস্ট লিখছি। এবার মুল আলোচনায় ফিরে আসা যাক, মানব কল্যাণ ট্রাস্টে প্রতিবন্ধী, গরীব ও এতিম শিক্ষার্থীদের বিনামুল্যে টেলিফোন অপারেটিং প্রশিক্ষন দেয়া হয়। আপনি যদি টেলিফোন অপারেটিং প্রশিক্ষন গ্রহণ করতে চান তবে প্রথমে আপনাকে মানব কল্যাণ ট্রাস্টে সাথে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করার পর মানব কল্যাণ ট্রাস্টের প্রতিনিধিকে জানাবেন আপনি টেলিফোন অপারেটিং প্রশিক্ষন গ্রহণ করতে চান। তিনি আপনার নাম, ঠিকানা, প্রতিবন্ধীতার ধরণ, বয়স, শিক্ষাগত যোগ্যতা সহ কিছু মৌলিক তথ্য জানতে চাইবে। তাকে এসকল তথ্য দেয়ার পর তিনি আপনাকে জানিয়ে দেবেন কবে কোথায় আসতে হবে। টেলিফোন অপারেটিং প্রশিক্ষন মানব কল্যাণ ট্রাস্টের মুল ভবনে থাকা ডিজিটাল ল্যাবে দেয়া হয়।

প্রশিক্ষন গ্রহণ করতে কি কি কাগজপত্র প্রয়োজন

আপনি যদি মানব কল্যাণ ট্রাস্ট থেকে টেলিফোন অপারেটিং প্রশিক্ষন গ্রহণ করতে চান তবে আপনার কিছু কাগজপত্র প্রয়োজন হবে যেমন: আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। আপনার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদের অনুলিপি। আপনার সদ্য তোলা পার্সপোর্ট সাইজের রঙিন ছবি ৪ কপি। এসকল কাগজপত্রগুলি সাথে নিয়ে মানব কল্যাণ ট্রাস্টের অফিসে এসে জমা দিলেই আপনি প্রশিক্ষন গ্রহণ করতে পারবেন।

থাকা ও খাওয়ার ব্যবস্থা

আপনি যদি মানব কল্যাণ ট্রাস্ট থেকে এই টেলিফোন অপারেটিং প্রশিক্ষন গ্রহণ করেন তবে আপনাকে থাকা ও খাবারের জন্য কোন প্রকার টাকা দিতে হবে না। এখানে থাকা ও খাওয়া সম্পুর্ণ ফ্রি। এখানে আবাসনের মান বেশ ভাল, মানব কল্যাণ ট্রাস্টে ৫ তলা বিশিষ্ট আবাসিক ভবন আছে। যেখানে শিক্ষার্থী ও প্রশিক্ষনার্থীরা ফ্লোরে বিছানা বিছিয়ে থাকে। এখানে আসলে আপনি শোবার জন্য কোন খান বা চৌকি পাবেন না, এখানে সবাইকে ফ্লোরে ঘুমাতে হয়। এখানে খাবারের জন্যও আপনাকে কোন টাকা পয়সা দিতে হবে না এখানে খাবার সম্পুর্ণ ফ্রি। খাবার হিসেবে সকালে কোনদিন খিচুরি ভাতা দেয়া হয়, কোনদিন সাদা ভাতের সাথে সবজি বা ঘন্ট দেয়া হয়। দুপুরের খাবার হিসেবে কোনদিন সাদা ভাতের সাথে গরু বা খাসিং মাংশ দেয়া হয় কিংবা সাদা ভাতের সাথে সবজি বা পাতলা ডাল দেয়া হয়। রাতের খাবারে পাতলা ডালের সাথে সাদা ভাত বা সাদা ভাতের সাথে সবজি দেয়া হয়। মানব কল্যাণ ট্রাস্টে যেহেতু একটি এতিম খানা ও মাদ্রাসা তাই এখানে প্রায়ই বাহির থেকে খাবার আসে সেখানে বিরিয়ানি কিংবা খিচুরি বা মাংশ দেয়া হয় প্রতি সপ্তাহে দু তিনদিন তো বাইহরের খাবার আসেই তাই এখানের খাবারের মান কিন্তু যঠেষ্ট ভাল।

যোগাযোগ

প্রশিক্ষন প্রহনের জন্য নিচে দেয়া মোবাইল নাম্বারে কল করে আপনার আগ্রহের কথা জানাতে হবে। এটি মানব কল্যাণ ট্রাস্টের প্রথান শিক্ষকের নাম্বার। কল করে সালাম দিয়ে ওপ্রান্তের ব্যক্তিকে জানাবেন আপনি টেলিফোন অপারেটিং প্রশিক্ষন গ্রহণ করতে চান। তিনি আপনাকে কিছু প্রশ্ন করবেন তাকে সকল প্রশ্নের সঠিক উত্তর দেবেন। সকল তথ্য নেয়ার পর তিনি আপনাকে জানাবেন কবে আপনার আসতে হবে, মোবাইল নাম্বারটি হল: ০১৭১৮ ৭১৮০৫৩।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button