অন্যান্যপ্রতিবন্ধীদের সুযোগ সুবিধা

প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র কোথায় আছে জেনে নিন।

সুপ্রিয় পাঠক আমাদের ওয়েবসাইটের নতুন একটি পোস্টে আপনাকে জানাই সাদর সম্বাষন। আজ আমরা আলোচনা করব প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র কোথায় আছে সে সম্পর্কে। আমরা আমাদের অনেক পোস্টে আলোচনা করেছি বাংলাদেশ সরকারের তথ্য অনুযায়ি বাংলাদেশে প্রতিবন্ধীদের সংখ্যা ৪৬ লাখ। তাই বাংলাদেশে অনেক বেসরকারী প্রতিষ্ঠান প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে। বাংলাদেশে এখনও এমন অনেক পরিবার আছে যে সকল পরিবার তাদের প্রতিবন্ধী সন্তানটিকে বোঝে মনে করে। অন্য পরিবারের কথা আর কি বলব আমি প্রতিবন্ধী হবার কারণে আমরা নিজের পরিবারই আমাকে বোঝা মনে করে। আমার পরিবার আর সদস্যদের যেভাবে দেখে আমাকে সেভাবে দেখে না, কারণ আরও কিছু না কারণ একটি তা হল আমি প্রতিবন্ধী।

যে প্রতিবন্ধী হয়ে আমি বিরাট একটা অপরাধ করে ফেলেছি। যাই হোক পরিবারে জুলুম অত্যাচারের শিকার হয়ে অনেক প্রতিবন্ধী চায় কোন একটি পুনর্বাসন কেন্দ্রে গিয়ে একটি শান্তিতে বাচতে তাদের জন্য মুলত আমাদের এই পোস্ট। আপনার পরিবারে যদি কোন প্রতিবন্ধী শিশু বা প্রতিবন্ধী সদস্য থাকে তবে তার প্রতি বিশেষ য¦ন্তবান হন। আমার ব্যক্তিগত অভিমত হল প্রতিবন্ধীদের নিজ পরিবারে রাখুন। যাই হোক নিতান্তই যদি প্রতিবন্ধী সদস্যটি কোন পুনর্বাসন কেন্দ্রে রাখার প্রয়োজন হয় তবে আমি বাংলাদেশের সেরা একটি পুনর্বাসন কেন্দ্রের সাথে আজ আপনাদের পরিচয় করিয়ে দেব।

এখানে থাকতে প্রতিবন্ধীদের কোন টাকা পয়সা দিতে হবে না এখানে থাকা ও খাওয়া সম্পুর্ণ ফ্রি। তাছাড়া বিনামুল্যে লেখাপড়ার ব্যবস্থা তো আছেই। তাছাড়া প্রতিবন্ধীদের জামা কাপর চিকিৎসার সকল খচর এই প্রতিষ্ঠান বহন করে। এখানে সব ধরণের প্রতিবন্ধীরা থাকতে পারবে। অনেক পুনর্বাসন কেন্দ্র আছে যেখানে শুধুমাত্র নির্দিষ্ট ক্যাটাগরির প্রতিবন্ধীদেরই রাখে কিন্তু এখানে এমনটা নয়। এখানে শারীরিক, মানসিক, দৃষ্ট্রি, শ্রবণ, বাক প্রতিবন্ধীদের রাখা হয়। তাই আপনি যদি কাউকে পুনর্বাসন কেন্দ্রে রাখতে চান তবে এখানে রাখতে পারেন।

প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র কোথায় আছে

এবার আলোচনার মুল বিষয়ে আসা যাক, এতক্ষন যে প্রতিষ্ঠানটি সম্পর্কে আলোচনা করলাম তার নাম হল মানব কল্যাণ ট্রাস্ট। এটি পাবনা জেলার সিংগা পাইপাস এলাকায় অবস্থিত। এখানে ট্রাস্টের নিজশ্ব জমির উপর দৃষ্টি নন্দন আবাসিক ভবন নির্মান করা হয়েছে। পাচ তলা আবাসিক ভবনে প্রতিবন্ধীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। থাকার জন্য আছে উন্নত পরিবেশ ও মানসম্মত আবাসন সুবিধা। আছে লেখার মাঠ, মসজিদ, জাদুঘর, কম্পিউটার ল্যাব, টেলিফোন অপারেটিং ল্যাব ইত্যাদি। এখানে লেখাপড়ার পাশাপাশি প্রতিবন্ধীরা বিনামুল্যে কম্পিউটার ও টেলিফোন অপারেটিং শিখতে পারে।

এখানে খাবারের মান কেমন জেনে নিন

মানব কল্যাণ ট্রাস্টে খাবারের মান মোটামোটি ভাল। এখানে সকালের খাবার হিসেবে দেয়া হয়, সাদা ভাতের সাথে সবজি ঘন্ট কিংবা খিচুরি ভাতের ভাত, দুপুরের খাবারে দেয়া হয় সাদা ভাতের সাথে সবজির তরকারী কিংবা পাতলা ডাল, কোন কোন দিন গরু বা খাসির মাংশ থাকে। রাতের খাবারে দেয়া হয় সাদা ভাতের সাথে সবজির তরকারী বা ঘন্ট। আপনারা বলতে পারেন এখানে তো খাবারের মান তেমন একটা ভাল না তাদের জন্য বলতে চাই। এই একটি বেসরকারী প্রতিষ্ঠান এখানে প্রতিদিন প্রায় দুইশত মানুষের জন্য রান্না হয় এত মানুষকে মান সম্মত খাবার দিতে গেলে বিপুল পরিমাণ টাকার প্রয়োজন এত টাকা এই প্রতিষ্ঠান কোথায় পাবে?।

এখানে ভর্তি হবেন কিভাবে জেনে নিন

এখানে ভর্তি হবার জন্য সরাসরি মানব কল্যাণ ট্রাস্টে আসতে হবে, এখানে আসার পর কিছু কাগজপত্র জমা দিয়ে ভর্তি হয়া যাবে। যে ভর্তি হতে চান তার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আর চার কপি ছবি দিয়ে ভর্তি হওয়া যায়। এখানে ভর্তি হতে কোন টাকা পয়সা দিতে হয় না। এখানে মাদ্রাসা এবং জেনারেল এই দুই বিভাগেই লেখাপড়া করা যায়। এখানে থেকে অন্য স্কুল বা কলেজে ভর্তি হয়ে পড়াশোনা করার ব্যবস্থাও আছে। অন্য প্রতিষ্ঠানে লেখাপড়া করলেও লেখাপড়ার খরচ ট্রাস্ট বহন করবে।

যোগাযোগ করবেন যেভাবে

মানব কল্যাণ ট্রাস্টের সাথে যোগাযোগ করতে নিচে দেয়া মোবাইল নাম্বারে কল করতে পারেন নিচে মানব কল্যাণ ট্রাস্টের প্রথান শিক্ষকের নাম্বার নিচে দেয়া হল। আপনি যদি এখানে ভর্তি হতে চান কিংবা আপনার পরিচিত কেউ যদি ভর্তি হতে চায় তবে আপনি এই নাম্বারে কল করে ভর্তি হবার কথা জানাবেন। তারা আপনাকে যেদিন আসতে বলবে আপনি সেদিন আসবেন, মনে রাখবেন এখানে আসার আগে তাদের সাথে যোগাযোগ করে আসতে হবে অন্যথায় আপনি বিভিদ সমস্যার সম্মুখিত হতে পারেন মোবাইল নাম্বার হল: ০১৭১৮ ৭১৮০৫৩।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button