সাদাছড়ি কোথায় পাওয়া যায় তা জেনে নিন

প্রিয় পাঠক আমাদের ওয়েবসাইটের নতুন আরেকটি কন্টেন্টে আপনাকে জানাই সুস্বাগতম। আজ আমরা আলোচনা করব সাদাছড়ি কোথায় পাওয়া যায় সে সম্পর্কে। সাদাছড়ি দৃষ্ট্রি দৃষ্ট্রি প্রতিবন্ধীদের জন্য অতি গুরুত্বপুর্ণ অনুসংগ। সাদাছড়ি ব্যবহার করে একজন দৃষ্ট্রি প্রতিবন্ধী ব্যক্তি রাস্তায় অন্য কোন ব্যক্তির সহায়তা ছারাই চলাফেরা করতে পারে। সাদা ছড়ি একজন দৃষ্ট্রি প্রতিবন্ধীর চোখের কাজ করে।
আমরা সাধারণ মানুষ যেমন চোখ দিয়ে দেখে চলাফেরা করি, তেমন একজন দৃষ্ট্রি প্রতিবন্ধী ব্যক্তি সাদাছড়ি ব্যবহার করে স্পর্শ অনুভুতির মাধ্যমে রাস্তায় চলাচল করে।
সাদা ছড়িটি দিয়ে দৃষ্ট্রি প্রতিবন্ধীরা রাস্তার উপর মৃদ আঘাত করে সাদা ছড়িটি দৃষ্ট্রি প্রতিবন্ধী ব্যক্তির হাতে থাকার কারণে সে বুঝতে পারে রাস্তার কোথায় উচু বা নিচু আছে।
কোথায় গর্ত আছে এমনটি দৃষ্ট্রি প্রতিবন্ধী ব্যক্তির সামনে যদি কিছু থাকে তবে সাদা ছড়ি সামনে থাকা সেই জিনিসটার সাথে ধাক্কা লাগে এতে করে দৃষ্ট্রি প্রতিবন্ধী বুঝতে পারে সামনে কোন বাধা আছে। এভাবেই সাদাছড়ি একজন দৃষ্ট্রি প্রতিবন্ধীর চোখের ভুমিকা পালন করে।
স্মার্ট সাদাছড়ি কি
বিগত সময়ে দৃষ্ট্রি প্রতিবন্ধীরা অ্যলুমেনিয়ামের তৈরী সাদাছড়ি ব্যবহার করত কিন্তু সময়ের সাথে সাথে প্রযুক্তির অগ্রগতি হয়েছে, প্রযুক্তি দৃষ্ট্রি প্রতিবন্ধ দের স্মার্ট সাদাছড়ি উপহার দিয়েছে। বাংলাদেশ সরকার দৃষ্ট্রি প্রতিবন্ধ দের মাঝে বিনামুল্যে স্মার্ট সাদাছড়ি বিতরণ করে।
স্মার্ট সাদাছড়ি হল আধুনিক সেন্সার সম্বলিত একটি ডিজিটাল ডিভাইস। স্মার্ট সাদাছড়ি দেখতে সাধারণ সাদাছড়ির মতই।
তবে এটিতে সেন্সার থাকার কারণে সাদাছড়ি ব্যবহারকারীর আশেপাশের দশ মিটারের মধ্যে থাকা যে কোন বাধা সম্পর্কে স্মার্ট সাদাছড়ি তার ব্যবহারকারীকে ভ্রাইব্রেশন এর মাধ্যমে সতর্ক করে দেয়।
ফলে স্মার্ট সাদাছড়ি ব্যবহারকারী দৃষ্ট্রি প্রতিবন্ধী ব্যক্তি খুব সহজেই বুঝতে পারেন তার সামনে কোন বাধা আছে কি না। ফলে তিনি আরও বেশি সাচ্ছন্দের সাথে পথ চলতে পারেন।
স্মার্ট সাদাছড়ির দাম কত
বাংলাদেশে সাধারণ সাদাছড়ি তৈরী হয় বটে কিন্তু স্মার্ট সাদাছড়ি তৈরী হয় না। বাংলাদেশ প্রথানত ভারত থেকে স্মার্ট সাদাছড়ি আমদানি করে থাকে। যেহেতু স্মার্ট সাদাছড়ি আমদানি করতে হয় তাই আমদানির পর ভোক্তা পর্যন্ত আসতে স্মার্ট সাদাছড়ির দাম অনেকটাই বেড়ে যায়।
সাধারণ মানের একটি স্মার্ট সাদাছড়ির দাম বাংলাদেশি মুদ্রায় চার থেকে পাঁচ হাজার টাকায় পর্যন্ত হয়ে থাকে। সাধারন সাদাছড়ি সারা বাংলাদেশেই পাওয়া যায় তবে স্মার্ট সাদাছড়ি সাদাছড়ি সারা বাংলাদেশে পাওয়া যায় না।
শুধুমাত্র ঢাকাতে চক বাজার এবং বসুন্ধরা শপিং সেন্টারেই স্মার্ট সাদাছড়ি পাওয়া যায়। আপনি দি একজন দৃষ্ট্রি প্রতিবন্ধী হন এবং আপনার সাদাছড়ি ক্রয়ের প্রয়োজন হয় তবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
আমরা আপনাকে স্মার্ট সাদাছড়ির ব্যবস্থা করে দেব। আপনি চাইলে সরকারীভাবে বিনামুল্যে প্রদান করা সাদাছড়িও নিতে পারেন। কিভাবে বিনামুল্যে সাদাছড়ি পাওয়া যায় সে সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
কিভাবে বিনামুল্যে স্মার্ট সাদাছড়ি পাওয়া যায়
বাংলাদেশ সরকার দৃষ্ট্রি প্রতিবন্ধ দের বিনামুল্যে সাদাছড়ি প্রদান করে থাকে। কিভাবে স্মার্ট সাদাছড়ির জন্য আবেদন করতে হয়, কোথায় আবেদন করতে হয়, কার বরাবর আবেদন করতে হবে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবার আলোচনা করা হবে।
বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন দৃষ্ট্রি প্রতিবন্ধীদের বিনামুল্যে সাদাছড়ি প্রদান করে, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন প্রান্তিক পর্যারে প্রতিবন্ধীদের কাছে সেবা ও সহায়তা পৌছে দেয়ার জন্য সারা বাংলাদেশে প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্র প্রতিষ্ঠা করেছে।
সারা দেশের সকল জেলা পর্যায়ে একটি করে প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। এসকল কেন্দ্র থেকে প্রতিবন্ধীদের বিনামুল্যে বিভিন্য সেবা ও সহায়তা প্রদান করা হয়।
এই প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্র থেকে দৃষ্ট্রি প্রতিবন্ধ দের স্মার্ট সাদাছড়িও প্রদান করা হয়ে থাকে। আপনি যদি একজন দৃষ্ট্রি প্রতিবন্ধী ব্যক্তি হন এবং এখান থেকে সাদা ছড়ি গ্রহণ করতে চান তবে প্রথমে আপনাকে প্রতিবন্ধী বিষয়ক কর্মকতার বরাবর আবেদন করতে হবে।
কিভাবে আবেদন করবেন, কিভাবে আবেদনপত্র লিখতে হবে, আবেদনপত্র কোথায় জমা দিতে হবে, আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে সে সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হবে।
সাদা ছড়ির জন্য আবেদনপত্র
নিচে একটি আবেদনপত্রে নমুনা দেয়া হল, আপনি চাইলে এই নমুনা অনুসরণ করে আবেদনপত্র লিখতে পারবেন, যদি আপনি নিজেই আবেদনপত্র লিখতে দক্ষ হন তবে এই নমুনা অনুসরণ করার প্রয়োজন নেই আপনি নিজেই আপনার মত করে একটি আবেদনপত্র লিখতে পারবেন।
তারিখ: এখানে আপনি যে তারিখে আবেদনপত্রটি লিখবেন সেই তারিখ দিবেন যেমন, ১৮/১০/২০২৪ ইং।
বরাবর,
প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা
বরিশাল (বরিশালের স্থানে আপনি যে জেলায় বাস করেন সে জেলার নাম লিখবেন)
বিষয়: স্মার্ট সাদাছড়ি চেয়ে আবেদন প্রসঙ্গে।
জনাব যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক সবিনয় নিবেদন এই যে, আমি (এখানে আপনার নিজের নাম লিখবেন) পিতা: (এখানে আপনার পিতার নাম লিখবেন) মাতা: (এখানে আপনার মায়ের নাম লিখবেন) ঠিকানা: (এখানে আপনার পুর্ণ ঠিকানা লিখবেন) একজন দৃষ্ট্রি প্রতিবন্ধী ব্যক্তি।
আমি একজন বেকার ও অতি গরীব দৃষ্ট্রি প্রতিবন্ধী তাই আমার পক্ষে একটি স্মার্ট সাদাছড়ি ক্রয় করা সম্ভব নয়। আপনি যদি আমাকে একটি সাদাছড়ি প্রদানের ব্যবস্থা করেন তবে আপনার কাছে বাধিত থাকব।
এতঃএব, আপনার কাছে আমার আকুল আবেদন এই যে, আমাকে একটি সাদা ছড়ি প্রদানের ব্যবস্থা করতে জনাবের সদয় মর্জি হয়।
বিনিত
এখানে আপনি টিপ সই দেবেন
(এখানে ব্রাকেটের ভেতর আপনার নাম লিখবেন)
এখানে আপনার একটি সচল মোবাইল নাম্বার লিখবেন, আপনার আবেদনটি গৃহিত হলে এই মোবাইল নাম্বারের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করা হবে। তাই অবশ্যই যে নাম্বারটি সব সময় খোলা থাকে সেই নাম্বারটি লিখবেন।
সাদাছড়ির জন্য আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে
স্মার্ট সাদাছড়ির জন্য আবেদন করতে আবেদনপত্রের সাথে আপনাকে কিছু কাগজপত্র সংযুক্ত হবে তা হল: আপনার জাতীয় পিিরচয়পত্রের ফটোকপি। আপনার প্রতিবন্ধী পরিচয়পত্রের ফটোকপি।
এসকল কাগজপত্র আপনার আবেদন পত্রের সাথে পিন মেরে সংযুক্ত করতে হবে। এবার আবেদন পত্রটি নিয়ে চলে যাবেন আপনার জেলার প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্রের অফিসে। সেখানে গিয়ে প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তার সাথে দেখা করে তার হাতে আপনি আবেদনপত্রটি জমা দেবেন। তিনি আপনাকে সাদা ছড়ি প্রদানের ব্যবস্থা করবেন।