ভাতা অনুদান ও ঋণ

মাতৃত্বকালীন ভাতা ২০২৪-২০২৫ এর ২য় কিস্তির টাকা দেয়া শুরু হয়েছে

প্রিয় পাঠক পাঠিকাবৃন্দ প্রতিবন্ধী ইনফো ডট নেট এর পক্ষ থেকে আন্তরিক প্রিতি ও ভালবাসা গ্রহণ করবেন। মাতৃত্বকালীন ভাতা ২০২৪-২০২৫ সম্পর্কে এই পোস্টে বিস্তারিত আলোচনা করা হবে। বাংলাদেশ সরকার মহিলা অধিদপ্তরের মাধ্যমে মা ও শিশু সুরক্ষা কর্মসূচীর মাধ্যমে গর্ভবতি মায়েদের গর্ভাবস্থা ও সন্তান প্রসব পরবর্তি সময়ে মাসিক ভাতা প্রদান করে থাকে।

আপনি যদি মাতৃত্বকালীন ভাতা পেয়ে থাকেন তবে এই পোস্টটি আপনার জন্য খুবই গুরুত্বপুর্ণ। এই পোস্টে মাতৃত্বকালীন ভাতা ২০২৪-২০২৫ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনারা যারা মাতৃত্বকালীন ভাতা পান আপনাদের জন্য একটি বড় সুখবর আছে।

আর তা হল মাতৃত্বকালীন ভাতা ২০২৪-২০২৫ অর্থ বছরের দ্বিতীয় কিস্তির টাকা দেয়া শুরু হয়েছে। প্রতিবন্ধী ইনফো ডট নেট এর একটি পোস্টে মাতৃত্বকালীন ভাতা কবে দেবে ২০২৫ এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছিল। সেই পোস্টে মাতৃত্বকালীন ভাতার টাকা দেয়ার সম্ভব্য তারিখ সম্পর্কে আলোচনা করা হয়েছিল। আপনি যদি চান তবে এখানে ক্লিক করে সেই পোস্টটি পড়তে পারেন।

মাতৃত্বকালীন ভাতা ২০২৪-২০২৫

মাতৃত্বকালীন ভাতা ২০২৪-২০২৫ অর্থ বছরের দ্বিতীয় কিস্তির ভাতার টাকা দেয়া শুরু হয়েছে। আপনরা যারা মাতৃত্বকালীন ভাতা পান এবং ২০২৪ সালের অক্টোবর থেকে ডিসেম্বর, এই তিন মাসের মাতৃত্বকালীন ভাতার টাকা এখনও পান নি। আপনারা ২০২৫ সালের জানুয়ারি মাসের ২০ তারিখের মধ্যেই মাতৃত্বকালীন ভাতার টাকা পেয়ে যাবেন।

মাত্বত্বকালীন ভাতা পান এমন একজন নারী হলেন কুষ্টিয়া জেলার কয়া ইউনিয়নের বাসিন্দা সফুরা বেগম। তিনি জানুয়ারি মাসের ৭ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে একটি ম্যাসেজ করেন। তিনি ম্যসেজে যা লিখেছিলেন তা হল। মাতৃত্বকালীন ভাতা ২০২৪-২০২৫ অর্থ বছরের দ্বিতীয় কিস্তির টাকা তিনি তার নগদ এ্যকাউন্টের মাধ্যমে হাতে পেয়েছেন।

তিনি ম্যাসেজের মাধ্যমে আমাকে অনুরোধ করেছেন, মাতৃত্বকালীন ভাতার টাকা দেয়া শুরু হয়েছে এই খবরটি আমরা যেন প্রতিবন্ধী ইনফো ডট নেট ওয়েবসাইটে প্রকাশ করি। সফুরার এই ম্যাসেজটি পাবার পর তার দেয়া তথ্য সম্পর্কে নিশ্চিত হবার জন্য, আমি মহিলা বিষয়ক অধিদপ্তরের একজন কর্মকর্তার সাথে যোগাযোগ করি।

সেই কর্মকর্তা আমাকে জানান ২০২৪-২০২৫ অর্থ বছরের দ্বিতীয় কিস্তির মাতৃত্বকালীন ভাতার টাকা দেয়া শুরু হয়েছে। ২০২৫ সালের জানুয়ারি মাসের ৬ তারিখ থেকে মাতৃত্বকালীন ভাতার টাকা দেয়া শুরু হয়েছে। যে সকল ভাতাভোগি এখনও মাতৃত্বকালীন ভাতার টাকা পায়নি।

তারা ২০২৫ সালের জানুয়ারি মাসের ২০ তারিখের মধ্যেই তাদের বিকাশ বা নগদ এ্যকাউন্টের মাধ্যমে মাতৃত্বকালীন ভাতার দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন। তিনি প্রতিবন্ধী ইনফো ডট নেটকে আরও বলেন, যারা এখনও মাতৃত্বকালীন ভাতার টাকা পাননি, তারা ধৈর্য রাখেন।

সবাই একদিনে মাতৃত্বকালীন ভাতার টাকা পাবেন এমন কোন কথা নেই। কিংবা সবাইকে এক দিনে মাতৃত্বকালীন ভাতার টাকা দেয়াও সম্ভব নয়। আস্তে আস্তে পর্যায়ক্রমে সবাইকেই ২০২৪-২০২৫ অর্থ বছরের দ্বিতীয় কিস্তির মাতৃত্বকালীন ভাতার টাকা দেয়া হবে।

উল্লেখ্য যে বাংলাদেশ সরকার গর্ভবতি মহিলাদের যে মাতৃত্বকালীন ভাতা প্রদান করে তা বছরে মোট চারটি কিস্তিতে প্রদান করা হয়। প্রতি তিন মাস পর এক কিস্তির মাতৃত্বকালীন ভাতার টাকা দেয়া হয়। যেমন জানুয়ারি থেকে মার্চ এই তিন মাসের মাতৃত্বকালীন ভাতার টাকা একসাথে একবারে দেয়া হয়।

অনেক মাতৃত্বকালীন ভাতাভোগি মনে করেন প্রতি মাসেই মাতৃত্বকালীন ভাতার টাকা প্রদান করা হয়, যারা এমনটা মনে করেন তাদের এমন ধারণা সঠিক নয়। তারই ধারাবাহিকতায় ২০২৪-২০২৫ অর্থ বছরের দ্বিতীয় কিস্তির মাতৃত্বকালীন ভাতার টাকা ২০২৫ সালের জানুয়ারি মাসে প্রদান করা হচ্ছে। ২০২৪-২০২৫ অর্থ বছরের দ্বিতীয় কিস্তি বলতে মূলত ২০২৪ সালের অক্টোবর থেকে ডিসেম্বর এই তিন মাসকে বোঝানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button