প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতার টাকা দেয়া শুরু হয়েছে ২০২৫

প্রিয় পাঠক প্রতিবন্ধী ইনফো ডট নেট এর পক্ষ থেকে প্রাণঢালা প্রিতি ও ভালবাসা গ্রহণ করবেন। আপনাদের অত্যান্ত অনন্দের সাথে জানাচ্ছি যে, ২০২৪-২০২৫ অর্থ বছরের দ্বিতীয় কিস্তির প্রতিবন্ধী বয়স্ক ও বিধবা ভাতার টাকা দেয়া শুরু হয়েছে। আপনারা অনেকেই আমাদের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে চেয়েছিলেন ২০২৫ সালের প্রতিবন্ধী বয়স্ক ও বিধবা ভাতা কবে দেবে।
আপনাদের জ্ঞতার্থে বেশ কিছুদিন আগে আমরা বেশ কয়েকটি পোস্ট করেছিলাম। যেখানে আমরা উল্লেখ করেছিলাম। ২০২৫ সালের প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতার টাকা জানুয়ারি মাসের প্রথম দশ দিনের মধ্যেই দেয়া শুরু হবে। আপনারা যারা প্রতিবন্ধী ভাতা কবে দেবে ২০২৫ সংক্রান্ত পোস্টটি পড়তে চান তারা এখানে ক্লিক করে সেই পোস্টটি পড়ে নিতে পারেন।
প্রতিবন্ধী বয়স্ক ও বিধবা ভাতার টাকা প্রদান পুরোদমে চালু আছে। আপনারা আপনাদের বিকাশ ও নগদ একাউন্টে চোখ রাখুন। যে কোন সময় আপনাদের প্রতিবন্ধী বয়স্ক কিংবা বিধবা ভাতার টাকা চলে আসবে। ২০২৫ সালের জানুয়ারি মাসের ৫ তারিখে সমাজসেবা অধিদপ্তরের একজন উচ্চ পদস্থ্য কর্মকর্তা আমাকে ফোন করেছিলেন।
ফোন করে তিনি আমাকে বলেন আগামী দু এক দিনের মধ্যেই প্রতিবন্ধী বয়স্ক ও বিধবা ভাতার টাকা এক যোগে দেয়া শুরু হবে। তার এ কথা শোনার পর আমি ভেবেছিলাম একটি পোস্টের মাধ্যমে আপনাদের সাথে খবরটি শেয়ার করব।
কিন্তু মনে করলাম এখনই না। আগে দেখি প্রতিবন্ধী বয়স্ক ও বিধবা ভাতার টাকা কবে দেখে দেয়া শুরু হয়। আমি নিজেও যেহেতু একজন প্রতিবন্ধী তাই প্রতিবন্ধী ভাতার টাকা দেয়া শুরু হলে সবার মত আমিও তো প্রতিবন্ধী ভাতার টাকা পাব।
সিদ্ধান্ত অনুযায়ি অপেক্ষ করলাম। বিগত রাতে অর্থ্যৎ ২০২৫ সালের জানুয়ারি মাসের ৬ তারিখে আমার নগদ একাউন্টে আমার প্রতিবন্ধী ভাতার টাকা চলে আসল। প্রতিবন্ধী ভাতার টাকা পাবার পর আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম আপনাদের সাথে খবরটি শেয়ার করব যে প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতার টাকা দেয়া শুরু হয়েছে।
আমার প্রতিবন্ধী ভাতার টাকা পাবার পর আমি অবশ্য আমার পরিচিত বেশ কয়েকজন প্রতিবন্ধী ব্যক্তির সাথে আলাপ করলাম। এবং তাদের কাছে জানতে চাইলাম তারা তাদের প্রতিবন্ধী ভাতার টাকা পেয়েছে কি না। তারা সবাই আমাকে জানালেন তারা তাদের প্রতিবন্ধী ভাতার টাকা পেয়েছেন।
তাদের নিকট থেকে নিশ্চিত হবার পর আমার পোস্ট করতে আর কোন বাধা থাকল না। তাই এই পোস্টটি লিখতে বসলাম। আমরা সব সময় চেষ্টা করি প্রতিবন্ধী বয়স্ক ও বিধবা ভাতা সংক্রান্ত সবক খবর সবার আগে আপনাদের নিকট পৌছে দিতে। আপনারাও আমাদের কাছে সকল ভাতার খবর জানতে চান।
আমরা সম্পুর্ণ নির্ভরযোগ সোর্স থেকে প্রতিবন্ধী বয়স্ক ও বিধবা ভাতার তথ্য সংগ্রহ করি এবং আপনাদের সাথে তা শেয়ার করি। তাই আপনারা যারা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা এবং বয়স্ক ভাতার সর্বশেষ তথ্য জানতে চান তারা আমাদের ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখবেন।
আপনারা যারা এখনও প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা কিংবা বিধবা ভাতার টাকা পান নি তারা এখনও অধৈর্য হবেন না। কারণ সবে মাত্র প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতার টাকা দেয়া শুরু হয়েছে। প্রতিবন্ধী বয়স্ক ও বিধবা ভাতার টাকা দেয়া জানুয়ারি মাসের ১৫ তারিখ পর্যন্ত চলমান থাকবে।
তাই সকল প্রতিবন্ধী বয়স্ক ও বিধবা ভাতাভোগির কাছে আমাদের বিশেষ অনুরোধ হল আপনারা অতি উত্তেজিত হবেন না। আপনি যদি এখনও প্রতিবন্ধী ভাতা বয়স্ক ভাতা বা বিধবা ভাতার টাকা না পেয়ে থাকেন তবে অপেক্ষ করতে থাকেন। যে কোন সময় আপনার প্রতিবন্ধী বয়স্ক কিংবা বিধবা ভাতার টাকা আপনার বিকাশ বা নগদ একাউন্টে চলে আসবে।
আপনাদের প্রতি আমাদের একটি বিশেষ পরামর্শ আছে। আর তা হল সারা দেশে ডিজিটাল প্রতারকগণ সকৃয় আছে। তারা ছলে বলে কৌশলে প্রতিবন্ধী বয়স্ক ও বিধবা ভাতাভোগিদের নিকট থেকে তাদের ভাতার টাকা চুরি করে নিচ্ছে। যদি কেউ আপনাকে ফোন করে বলে।
সে সমাজসেবা অফিস থেকে ফোন করেছে এবং আপনার নিকট থেকে কোন প্রকার ওটিপি এবং পিন কোড চায়। তবে আপনি সাথে সাথে বুঝে নেবেন উক্ত ব্যক্তি প্রতারক। মনে রাখবেন সমাজসেবা অফিস কিংবা বিকাশ নগদ কখনই কোন গ্রহকের নিকট থেকে পিন কোড বা ওটিপি জানতে চায় না।
আপনি যদি ভুলেও তাদের আপনার বিকাশ বা নগদ একাউন্টের পিন কোড বা ওটিপি দিয়ে দেন তবে আপনার প্রতিবন্ধী বয়স্ক কিংবা বিধবা ভাতার টাকা চুরি হয়ে যাবে। আপনি কিছুই করতে পারবেন না। তাই আমাদের সকলের উচিত সচেতন হওয়া এবং সাইবার অপরাধ রুখে দেয়া।
মনে রাখবেন আপনার প্রতিবন্ধী বয়স্ক বা বিধবা ভাতার টাকা নিরাপদ রাখার দায়িক্ত আপনার। যদি আপনি ইতিমধ্যেই অন্য কাওকে আপনার বিকাশ বা নগদ একাউন্টের পিন কোড এবং ওটিপি দিয়ে থাকেন। তবে অতি দ্রæত আপনার বিকাশ বা নগদ একাউন্টের পিন কোডটি পরিবর্তন করুন।
এখনও সময় আছে হয়ত আপনার ভাতার টাকাটি বেচে যেতে পারে। যদি আপনি বিকাশ বা নগদ এ্যকাউন্টের পিন কোড পরিবর্তন করতে না পারেন। তবে আপনার এলাকার বিকাশের দোকানে জান। এবং দোকানদারকে বলুন আপনি আপনার বিকাশ বা নগদ একাউন্টের পিন কোডটি পরিবর্তন করতে চান। দোকানদার আপনার বিকাশ বা নগদ একাউন্টের পিন কোর্ডটি পরিবর্তন করে দেবেন।
Ami Noakhali Begumganj theke bolteci…. Amar tk ase nai…. Ami potibondhi card sonsodon korci