সহায়ক উপকরণ

কিভাবে বিনামুল্যে হেয়ারিং এইড মেশিন পাওয়া যায়

প্রিয় পাঠক আমাদের ওয়েবসাইটের আরেকটি নতুন কন্টেন্টে আপনাকে জানাই স্বাগতম। আজ আমাদের আলোচ্য বিষয় হল কিভাবে বিনামুল্যে হেয়ারিং এইড মেশিন পাওয়া যায়। বাংলাদেশ সরকারের তথ্য অনুযায়ি বাংলাদেশে প্রতিবন্ধীদের সংখ্যা ৪৬ লাখ। এর মাঝে বিরাট একটি অংশ হল শ্রবণ প্রতিবন্ধী। আমাদের দেশের মানুুষ বিভন্য ভাবে শ্রবণ প্রতিবন্ধকতার শিকার হয়, কেউবা জন্মগত ভাবে শ্রবণ প্রতিবন্ধকতার শিকার হয়, কেউবা আঘাত আবার কেউবা দুর্ঘটনায় প্রতিবন্ধকতার শিকার হয়। আমাদের দেশের মানুষের মাঝে সচেতনতার বড় অভাব। আমরা যখন গাড়ী বা বাইক চালাই তখন আমরা প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে হর্ন বাজাই। রাস্তা দিয়ে যদি কোন গর্ভবতি মহিলা যায় এবং তার পাশে যদি অতি জোরে হর্ন বাজানো হয় তবে তার গর্ভের শিশুটি শ্রবণ প্রতিবন্ধী হতে পারে।

এবাবে শুধুমাত্র সচেতনতার অভাবে কত যে শিশু মায়ের গর্ভে থাকা অবস্থাতেই শ্রবণ প্রতিবন্ধকতার শিকার হচ্ছে তার কোন পরিসংখ্যান আমাদের কাছে নেই। আমি যদি একটু সচেতন হয়, আমরা যদি নিয়ম মেনে হর্ন বাজাই তবে এই অনাকাংখিত শ্রবণ প্রতিবন্ধীদের সংখ্যা অনেকটাই কমিয়ে আনা সম্ভব। আমাদের দেশের রাস্তায় এত পরিমাণ হর্ন বাজানো হয় যে কিছু সময় রাস্তায় থাকলে মাথা ঘোরা বা মাথা ব্যাথা করে। তাই আমাদের সরকারকে এ বিষয়ে ভুমিকা রাখতে হবে, সড়ক আইন কঠোর করতে হবে এবং জনসচেতনতামুলক প্রচারনা চালাতে হবে।

বর্তমান যুগ প্রযুক্তির যুগ, প্রযুক্তির হাত ধরে আমরা প্রতিবন্ধীতাকে জয় করতে শিখেছি। প্রযুক্তি দৃষ্ট্রি প্রতিবন্ধীদের স্মার্ট সাদাছড়ি দিয়েছে যা ব্যবহার করে একজন দৃষ্ট্রি প্রতিবন্ধী ব্যক্তি অন্য কারও সাহায্য ছাড়াই রাস্তায় চলাচল করতে পারে। প্রযুক্তি শারীরিক প্রতিবন্ধীদের দিয়েছে স্মার্ট হুইল চেয়ার যা ব্যবহার করে একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি অন্য কারও সাহায্য ছারাই নিজে নিজেই চলাফেরা করতে পারে। এছাড়াও প্রযুক্তি দৃষ্ট্রি প্রতিবন্ধীদের দিয়েছে স্ক্রিন রিডার অ্যপ যা ব্যবহার করে একজন দৃষ্ট্রি প্রতিবন্ধী ব্যক্তি আর দশ জন স্বাভাবিক মানুষের মতই স্মার্টফোন ও কম্পিউটার চালাতে পারে। প্রযুক্তি কি শ্রবণ প্রতিবন্ধীদের জন্য কিছু দেয় নি? জ্বি হ্যাঁ অবশ্যই দিয়েছে, প্রযুক্তি শ্রবণ প্রতিবন্ধীদের জন্য দিয়েছে হেয়ারিং এইড মেশিন। এই মেশিন ব্যবহার করে একজন শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি আর দশজন স্বাভাবিক মানুষের মত কানে শুনতে পায় এবং নিজের দৈন্দন্দিন জীবন যাপন করতে পারে।

কিভাবে হেয়ারিং এইড মেশিন পাওয়া যায়

বাংলাদেশ সরকার প্রতিবন্ধীদের কল্যাণে বিভিন্য কর্মসূচী ব্যস্তবায়ন করে আসছে, প্রতিবন্ধীদের কল্যাণে সমাজসেবা অধিদপ্তর কাজ করে আসছে তাছাড়া সরকার জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে। এই ফাউন্ডেশন প্রতিবন্ধীদের বিভিন্য সেবা ও সহায়তা দিয়ে থাকে। এছাড়াও প্রান্তিক পর্যায়ের প্রতিবন্ধীদের কল্যাণে বাংলাদেশ সরকার সারা দেশ ব্যাপি প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্র প্রতিষ্ঠা করেছে। এই প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্র জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর একটি অঙ্গ সংস্থা। বাংলাদেশ সরকার প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্রের মাধ্যমে প্রতিবন্ধীদের বিনামুল্যে বিভিন্য সহায়ক উপকরণ প্রদান করে। যে সকল শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি বিনামুল্যে সহায়ক উপকরণ চান তারা প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্র থেকে হেয়ারিং এইড মেশিন নিতে পারেন।

হেয়ারিং এইড মেশিনের জন্য কিভাবে আবেদন করবেন

আমরা আগেই আলোচনা করেছি প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্র প্রতিবন্ধীদের বিনামুল্যে বিভিন্য সহায়ক উপকরণ প্রদান করে, আপনি যদি প্রতিবন্ধী হন এবং সহায়ক উপকরণ নিতে চান তবে প্রথমে আপনাকে উক্ত সহায়ক উপকরণ এর জন্য আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবেন কার বরাবর আবেদন করবেন তার একটি নমুনা নিচে দেয়া হল আপনি চাইলে সেই নমুনা দেখে আবেদনপত্র লিখতে পারেন। কিংবা যদি আপনি নিজেই আবেদনপত্র লিখতে পারেন তবে এই নমুনা অনুসরণ করার প্রয়োজন নেই।

আবেদনপত্রের নমুনা নিচে দেয়া হল

বরাবর,
প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা
বরিশাল (এখানে আপনি যে জেলায় থাকেন সে জেলার নাম লিখবেন)

বিষয়: হেয়ারিং এইড মেমিন চেয়ে আবেদন প্রসঙ্গে।

জনাব যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক সবিনয় নিবেদন এই যে, আমি (এখানে আপনার নাম লিখবেন) পিতা: (এখানে আপনার পিতার নাম লিখবেন) মাতা: (এখানে আপনার মায়ের নাম লিখবেন) ঠিকানা: (এখানে আপনার ঠিকানা লিখবেন) একজন শ্রবণ প্রতিবন্ধী আমি হেয়ারিং এইড মেশিন ছাড়া কানে কিছুই শুনতে পাই না। একটি হেয়ারিং এইড মেমিনের দাম অনেক আমি গরীব মানুষ আমার পক্ষে হেয়ারিং এইড মেশিন ক্রয় করে ব্যবহার করা সম্ভব নয়। তাই আপনি যদি আমাকে একটি মেশিন প্রদানের ব্যবস্থা করেন তবে চীর কৃতজ্ঞ থাকব।

এতঃএব জনাবের নিকট আমার আকুল আবেদন এই যে, আমাকে একটি হেয়ারিং এইড মেশিন প্রদানের ব্যবস্থা করতে জনাবের সদয় মর্জি হয়।

বিনিত
এখানে আপনি স্বাক্ষর করবেন
(ব্রাকেটের ভেতর আপনার নাম লিখবেন)
এবার আপনার মোবাইল নাম্বার লিখুন।

আবেদনপত্র লেখা শেষ, এবার এই আবেদনপত্রটির সাথে কিছু কাগজপত্র সংযুক্ত করতে হবে যেমন, আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, আপনার প্রতিবন্ধী পরিচয়পত্রের ফটোকপি। এসকল কাগজ আপনার আবেদনপত্রের সাথে পিন মেরে সংযুক্ত করতে হবে। সংযুক্ত করা হলে আবেদনপত্রটি নিয়ে চলে যাবেন প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্রে। সেখানে গিয়ে প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তার সাথে দেখা করবেন এবং তার হাতে আপনার আবেদনপত্রটি জমা দেবেন। এবং আপনার প্রয়োজনের কথা তাকে জানাবেন। তিনি যদি আপনার আবেদনটি অনুমোদন করেন তবে আপনি হেয়ারিং এইড মেশিন পাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button