প্রতিবন্ধীরা কি কাজের জন্য বিদেশে যেতে পারে জেনে নিন

প্রিয় পাঠক, আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের বহুল জিগ্গাসিত একটি প্রশ্নের জবার দেয়ার চেষ্টা করব। টাইটেল দেখেই আশা করি বুঝতে পেরেছেন, আজ কি বিষয়ে আলোচনা করা হবে। তবুও আরেকবার আজকের আলোচ্য বিষয়টি বলে দেই। আজকের আলোচ্য বিষয় হল প্রতিবন্ধীরা কি কাজের জন্য বিদেশে যেতে পারে। বাংলাদেশের প্রায় দুই কোটি মানুষ বিদেশে থাকে।
অনেক প্রতিবন্ধী ভাই বোন আমাকে সরাসরি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন করেছেন। ভাই আমরা কি বিদেশে কাজ করতে যেতে পারি না?। যদি যাওয়া যায় তবে কোন দেশে যাওয়া যাবে?। বিদেশে যেতে কত টাকা খরচ হবে ইত্যাদি।
আপনাদের এসকল প্রশ্নেও উত্তর খোজার জন্য আমি দির্ঘদিন যাবত তথ্য সংগ্রহ করছি। আমি নিশ্চিত ভাবে জানার চেষ্টা করছি প্রতিবন্ধীরা কি বিদেশে কাজের জন্য যেতে পারে কি না।
প্রতিবন্ধীদের বিদেশে কাজের জন্য যাওয়া সংক্রান্ত বিষয়ে আমি কথা বলেছি অ্যকশন অন ডিজাবলিটি অ্যন্ড ডেভুলাপমেন্ট (এডিডি) এর সাবের কান্ট্রি ডিরেক্টর মো: মোশারফ হোসেনের সাথে।
আমি ব্যক্তিগত ভাবে মোশারফ সাহেবকে ২০০৮ সাল থেকে চিনি। মো: মোশারফ হোসেন বাংলাদেশে প্রতিবন্ধী আন্দলনের একজন উজ্জল নক্ষত্র। তিনি এডিডি”র সাথে দির্ঘদিন কাজ করেছেন। এডিডি যুক্তরাজ্য ভিত্তিক একটি বেসরকারী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা।
এডিডি প্রতিবন্ধীদের নিয়ে দির্ঘ এক যুগেরও বেমি সময় ধরে কাজ করে আসছে। এডিডি ইউনিয়ন বা গ্রাম পর্যায়ে প্রতিবন্ধীদের সংগঠন তৈরী করেছে। প্রতিবন্ধীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করেছে। কথা বলতে শিখিয়েছে। আজ বাংলাদেশে প্রতিবন্ধীরা যদি কিছুটা অধিকার ও মানবিক মর্যাদা পেয়ে থাকে, এর জন্য এডিডির অবদান অসিকার্য।
এডিডির অর্থায়নে তৃণমুল পর্যায়ে দির্ঘদিন যাবত সমাজ নেতাদের সাথে প্রতিবন্ধীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পথ নাটক অনুষ্ঠিত হয়েছে। স্থানিয় সরকার এবং প্রশাসনের সাথেও মতবিনিময় সভা হয়েছে। শিক্ষক এবং বিষিষ্ট জনদের সাথে মত বিনিময় করা হয়েছে। ফলে সমাজের মানুষদের প্রতিবন্ধীদের প্রতি দৃষ্ট্রিভঙ্গির পরিবর্তন হয়েছে। আজ প্রতিবন্ধীরা কথা বলতে শিখেছে। নিজেদের অধিকার নিজেরা আদায় করতে শিখেছে।
আশা করি বুঝতে পেরেছেন, মোঃ মোশাফর হোসেন কত বড় মাপের মানুষ। তিনি বর্তমানে যুক্তরাজ্যে স্থায়িভাবে বসবাস করছেন। কিছুদিন আগে বাংলাদেশের রাজধানী ঢাকাতে একটি সেমিনারে মোফারফ ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। আমি অন্যান্য আলোচনার ফকে তাকে জিগ্গাসা করেছিলাম।
আচ্ছা মোশারফ ভাই, আমাদের বাংলাদেশ থেকে প্রতি বছর অনেক মানুষ বিদেশে কাজের জন্য যায়। তাহলে প্রতিবন্ধীরা কি বিদেশে কাজের জন্য যেতে পারে না?। তিনি আমার প্রশ্নের উত্তরে যা বলেলন তা আমি আপনাদের কাছে তুলে ধরলাম।
তিনি আমাকে বলেন, আপনি যে প্রশ্নটি করেছেন দু এক কথায় সে প্রশ্নের জবাব দেয়া সম্ভব নয়। বাংলাদেশ থেকে সাধারণনত প্রতিবন্ধীরা বিদেশে কাজের জন্য যেতে পারে না। তবে কিছু কিছু বৈশিষ্ট যদি কোন প্রতিবন্ধী ব্যক্তির ভেতর থাকে, তবে সে বিদেশে কাজের জন্য যেতে পারে। তিনি আমাকে আরও বলেন, আমার কথাই ভাবুন আমি একজন শারীরিক প্রতিবন্ধী, আমার পক্ষে যুক্তরাজ্যে যাওয়াটা মোটেও সম্ভব ছিল না।
কিন্তু আমি যেহেতু একটি প্রতিবন্ধী সংস্থারয় কাজ করেছি। আমার যেহেতু প্রতিবন্ধীদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে তাই আমি বিদেশে আসতে পেরেছি। সাধারণনত এক দেশের প্রতিবন্ধীদের অন্য কোন দেশ কাজের জন্য গ্রহণ করতে চায় না। তবে যদি বিশেষ প্রতিভাবান ব্যক্তি হয় সেটা আলাদা কথা।
আমাদের যে সকল প্রবাসি ভাই বোন বিদেশে থাকেন, তারা অমানুষিক পরিশ্রম করে টাকা উপার্জন করেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যারা থাকেন এমন ব্যক্তিগণ।
সাধারণত প্রতিবন্ধী ব্যক্তিদের পক্ষে এত পরিশ্রম করা সম্ভব হয় না। তাই শ্রমিক আমদানিকারক দেশগুলি প্রতিবন্ধীদের শ্রমিক হিসেবে গ্রহণ করতে অনাগ্রহি। তাই কোন প্রতিবন্ধী যদি বিদেশে কাজের জন্য যেতে চায়, তাকে উচ্চ শিক্ষিত হতে হবে। এবং তার প্রতিবন্ধীদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
যেমন তেমন কোন প্রতিষ্ঠানে কাজ করলে হবে না। জাতীয় পর্যায়ে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে, এমন কোন প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ে কাজ করতে হবে। সেই প্রতিষ্ঠান যদি সুপরিচিত হয়, তবে সে ব্যক্তি বিদেশে যাবার সুযোগ পেতে পারে। বিদেশে এমন অনেক প্রতিষ্ঠান আছে যারা তাদের দেশের প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে।
বিভিন্য সময় তারা বিশেষজ্ঞদের তাদের প্রতিষ্ঠানে চাকরি দিয়ে থাকে। কোন প্রতিবন্ধী যদি তেমন সুনাম অর্জন করতে পারে। তবে তার জন্য বিদেশে যাওয়া সহজ হবে। তাছাড়া সাধারণ ভাবে বিদেশে শ্রমিক হিসেবে কাজের জন্য যাবার তেমন সুযোগ প্রতিবন্ধীদের জন্য নেই।