প্রশিক্ষন

দৃষ্ট্রি প্রতিবন্ধী প্রশিক্ষন ও পুনর্বাসন কেন্দ্র কোথায় আছে

প্রিয় পাঠক protibondhiinfo.net ওয়েবসাইটের নতুন আরেকটি কন্টেন্টে আপনাকে জানাই স্বাগতম। আজরেক এই পোস্টটি দৃষ্ট্রি প্রতিবন্ধীদের জন্য বিশেষ ভাবে রচিত। বাংলাদেশে দৃষ্ট্রি প্রতিবন্ধীরা সব চেয়ে বেশি অবহেলিত তাই এই অবহেলিত প্রতিবন্ধী জনগোষ্ঠীকে দক্ষ মানব সম্পদ হিসেবে গরে তুলতে বাংলাদেশ সরকার সহ বিভিন্য বেসরকারী প্রতিষ্ঠান দৃষ্ট্রি প্রতিবন্ধীদের জন্য কাজ করে আসছে। বাংলাদেশ সরকার দৃষ্ট্রি প্রতিবন্ধীদের জন্য একটি পৃথক প্রশিক্ষন ও পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা করেছে।

আগেই বলেছি বাংলাদেশ সরকারের পাশাপাশি অনেক বেসরকারী প্রতিষ্ঠানও দৃষ্ট্রি প্রতিবন্ধীদের জন্য কাজ করে। তার মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান হল জাতীয় দৃষ্ট্রিহীন ও দৃষ্ট্রি প্রতিবন্ধী সংস্থা। এই সংস্থা ২০০৬ সাল থেকে দৃষ্ট্রি প্রতিবন্ধীদের জন্য কাজ করে আসছে। বর্তমানে জাতীয় দৃষ্ট্র্রিহীন ও দৃষ্ট্রি প্রতিবন্ধী সংস্থার সদর দপ্তর ঢাকাতে অবস্থিত। এছাড়া খুলনাতে এই প্রতিষ্ঠানের আঞ্চরিক কার্যালয় ও প্রশিক্ষন কেন্দ্র অবস্তিত। নিজশ্ব ভবনে চার তলা বিল্ডিয় বিশিষ্ট এনএসবিপির প্রশিক্ষন ও পুনর্বাসন কেন্দ্র।

দৃষ্ট্রি প্রতিবন্ধী প্রশিক্ষন ও পুনর্বাসন কেন্দ্র

এনএসবিপি বাংলাদেশ দৃষ্ট্রি প্রতিবন্ধীদের বিভিন্য খাতে সময় উপযুগি প্রশিক্ষন দিয়ে থাকে যেমন এনএসবিপি দৃষ্ট্রি প্রতিবন্ধীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির জন্য কম্পিউটার প্রশিক্ষন দিয়ে থাকে। তাছাড়া দৃষ্ট্রি প্রতিবন্ধীদের কর্মমুখি প্রশিক্ষনের অংশ হিসেবে হস্ত শিল্প, কুটির শিল্প, বাস ও বেতের কাজ, সদা ছড়ি তৈরী, হাস মুরগি, গবাদি পশু পালন বিষয়ক প্রশিক্ষন প্রদান করে। প্রশিক্ষন শেষে দৃষ্ট্রি প্রতিবন্ধীরা যাতে করে প্রতিবন্ধীরা প্রশিক্ষনলব্ধ জ্ঞান কাজে লাগাতে পারে তাই এনএসবিপি প্রশিক্ষনে অংশগ্রহণকারীদের মুলধন প্রদান করে, যে মুলধন ব্যবহার করে প্রতিবন্ধীরা আত্ব কর্মসংস্থান সৃষ্ট্রি করতে পারে।

তাছাড়া এনএসবিপি বাংলাদেশ প্রতিবন্ধীদের পুনর্বাসন কেন্দ্রের সুবিধাও দিয়ে থাকে এখানে শুধুমাত্র দৃষ্ট্রি প্রতিবন্ধীরা থাকতে পারে। এছাড়া অন্য কোন ধরনের প্রতিবন্ধী যেমন শারীরিক, মানসিক,বাক বা শ্রবণ প্রতিবন্ধীরা এখানে থাকতে পারে না। তাই শুধুমাত্র দৃষ্ট্রি প্রতিবন্ধীরাই এখানে থাকতে পারবেন।

আপনি যদি কম্পিউটার বা অন্য কোন বিষয়ৈ প্রশিক্ষন গ্রহণ করতে চান তবে আপনি এখানে আসতে পারেন। এখানে প্রশিক্ষন নিতে কোন টাকা পয়সা দিতে হয় না। এছাড়া এখানে থাকা খাওয়াই সম্পুর্ণ ফ্রি এখানে আবাসিক পরিবেশ এবং খাবারের মানও ভাল নিচে আবাসিক পরিবেশ এবং খাবারের মান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

আবাসিক পরিবেশ কেমন

এনএসবিপি বাংলাদেশের প্রশিক্ষন কেন্দ্রের আবাসিক পরিবেশ মোটামোটি ভাল , এনএসবিপির প্রশিক্ষন ভবন চার তলা বিশিষ্ট। এখানে দ্বিতীয় তলায় প্রশিক্ষনার্থীদের থাকার ব্যবস্থা করা আছে। এখানে থাকার জন্য ফ্রোরে বিছানা করতে হয়। এখানে কোন খাট বা চৌকি নেই। ফ্লোরে বিছানা করতে যা যা প্রয়োজন হয় যেমন: বিছানার চাদর, কাথা , বালিশ এগুলো এনএসবিপি থেকে সরবরাহ করা হয়।

তাই আপনি যদি এখানে থাকার জন্য আসেন তবে আপনাকে শুধুমাত্র আপনার ব্যবহারের জামা কাপর আনলেই হবে। আপনাকে বিছানা করার জন্য কিছু আনতে হবে না। তবে গণ বিছানায় থাকতে আপনার যদি অরুচি থাকে তবে আপনি আপনার ব্যক্তিগত বিছানার চাদর, কাথা ও বালিশ আনতে পারবেন এবং সেগুলি আপনি ব্যক্তিগত ভাবে ব্যবহার করতে পারবেন।

এখানে প্রতিটি ফ্লোরেই ভাল মানের সৌচাগারের ব্যবস্থা আছে। গরমের সময় আরাম করার জন্য প্রতিটি কক্ষে বৈদ্যুতিক পাখার ব্যবস্থা আছে। সর্বপরি এখানের আবাসিক পরিবেশ যথেষ্ট ভাল।

খাবারের মান কেমন

এনএসবিপির প্রশিক্ষন কেন্দ্রের প্রশিক্ষানার্থীদের আবাসিক ভবনে প্রশিক্ষনার্থীদের যথেষ্ট ভাল মানের খাবার সরবরাহ করা হয় যেমন, সকালে খিচুরি ভাতের সাথে আলু ভরতা বা ডিম ভাজি খেতে দেয়া হয়।

দুুপুরের খাবার হিসেবে দেয়া হয়, সাদা ভাতের সাথে গরু বা মুরগির মাংশের তরকারী এবং রাতের খাবার হিসেবে দেয়া হয় সাদা ভাতের সাথে ডিম রান্না বা সবজির তরকারী। এছাড়া প্রশিক্ষন চলাকালীন সময়ে সকাল ১১ ঘটিকার দিকে সবাইকে চা, বিস্কিট, ডিম সেদ্ধ ইত্যাদি সরবরাহ করা হয়। এখানে থাকা বা খাওয়ার জন্য কোন টাকা দিতে হয় না এগুলো সম্পুর্ণ ফ্রি।

যোগাযোগ

এখানে প্রশিক্ষন গ্রহণ বা অন্য কোন প্রয়োজনে আপনার যেভাবে এনএসবিপির সাথে যোগাযোগ করতে পারবেন। এনএসবিপির সাথে যোগাযোগ করতে নিচে দেয়া মোবাইল নাম্বারে কল করতে পারেন। এই এনএসবিপির অফিসের নাম্বার, এই নাম্বাারে কল করে আপনার জানতে পারবেন বর্তমানে কোন প্রশিক্ষন কোর্স চলমান আছে কি না। থাকলে কি কি প্রশিক্ষন কোর্স চালু আছে কিভাবে এখানে আসতে হবে ইত্যাদি মোবাইল নাম্বারটি হল: ০১৭২০ ৬৭২৫৮৩।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button