প্রশিক্ষন

দৃষ্ট্রি প্রতিবন্ধীদের কম্পিউটার প্রশিক্ষন দেবে এনএসবিপি

প্রিয় পাঠক protibondhiinfo.net ওয়েবসাইটের প্রতিবন্ধীদের প্রশিক্ষন সিরিজের নতুন আরেকটি পোস্টে আপনাকে স্বাগতম। এই পোস্টের মাধ্যমে আপনাদের একটি সু খবর দিতে চাই। দৃষ্ট্রি প্রতিবন্ধীদের কম্পিউটার প্রশিক্ষন দেবে জাতীয় দৃষ্ট্রিহীন ও দৃষ্ট্রি প্রতিবন্ধী সংস্থা এনএসবিপি।

বাংলাদেশে বিভিন্য বেসরকারী প্রতিষ্ঠান প্রতিবন্ধীদের কম্পিউটার প্রশিক্ষন দিয়ে থাকে তার মাঝে এনএসবিপি অন্যতম। আমরা প্রশিক্ষন সিরিজের আগের কয়েকটি পোস্টেও প্রতিবন্ধীদের জন্য বিভিন্য প্রশিক্ষন সম্পর্কে আলোচনা করেছি। আপনি যদি একজন প্রতিবন্ধী ব্যক্তি হন তবে এই সিরিজের আগের পোস্টগুলি অবশ্যই পড়ে নেবেন।

কেবল নিজে পড়লেই কিন্তু হবে না সকল প্রতিবন্ধী ব্যক্তি যাতে করে প্রশিক্ষন বিষয়ক পোস্টগুলি পড়তে পারে সে সম্পর্কে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে, অন্য প্রতিবন্ধীরাও যাতে করে এসকল পোস্টগুলি পড়তে পারে তাই আপনার পরিচিত প্রতিবন্ধীদের সাথে এসকল পোস্টগুলি শেয়ার করবেন।

আজ আমরা এই পোস্টের মাধ্যমে মুলত দৃষ্ট্রি প্রতিবন্ধীদের কম্পিউটার প্রশিক্ষন সম্পর্কে আলোচনা করব। আপনি হয়ত ভাবছেন দৃষ্ট্রি প্রতিবন্ধীরা আবার কিভাবে কম্পিউটার চালাবে তারা তো চোখেই দেখে না। আপনার এই প্রশ্নের জবাবে আমি বলতে চাই বর্তমান যুদে একটি দৃষ্ট্রি প্রতিবন্ধী ব্যক্তি অন্য একজন সাধারণ মানুষের চেয়ে কোন অংশে কম নয়।

বর্তমানে স্কিন রিডার সফটয়্যার ব্যবহার করে দৃষ্ট্রি প্রতিবন্ধীরাও কম্পিউটার অপারেটিং করতে পারে। এনএসবিপি দৃষ্ট্রি প্রতিবন্ধীদের স্ক্রিন রিডার অ্যপ ব্যবহার করেই কম্পিউটার শেখায়। স্কিন রিডার এমন সফটয়্যার যা স্কিনে আসা সকল লেখাকে অডিও করে শোনায়।

অর্থ্যাৎ ডিস্পেলে যা দেখা যায় স্কিন রিডার সফটয়্যার সে সকল লেখাগুলি পড়ে শোনায়, এভাইে চোখে না দেখেও একজন দৃষ্ট্রি প্রতিবন্ধী ব্যক্তি স্ক্রিন রিডারের সাহায্যে কম্পিউটার অপারেটিং করতে পারে।

দৃষ্ট্রি প্রতিবন্ধীদের কম্পিউটার প্রশিক্ষন

এনএসবিপি বাংলাদেশ সারা বাংলাদেশের দৃষ্ট্রি প্রতিবন্ধ দের বিনামুল্যে কম্পিউটার অপারেটিং প্রশিক্ষন দিয়ে থাকে। আপনি যদি দৃষ্ট্রি প্রতিবন্ধী হন তবে এনএসবিপি থেকে প্রশিক্ষন গ্রহণ করতে পারবেন। এনএসবিপি বিভিন্য মেয়াদে প্রশিক্ষন দিয়ে থাকে যেমন বেসিক কম্পিউটার অপারেটিং প্রশিক্ষন ২ মাস ব্যাপি হয়ে থাকে এবং অ্যডভান্স কম্পিউটার প্রশিক্ষন ৬ মাস মেয়াদি হয়ে থাকে।

আপনি আপনার সময় ও সুযোগ অনুযায়ি প্রশিক্ষন গ্রহণ করবেন। যেহেতু এনএসবিপিতে প্রশিক্ষন নিতে কোন টাকা পয়সার প্রয়োজন নেই তাই আপনার কাছে যদি সময় থাকে তবে আপনি ছয় মাস ব্যাপি অ্যডভান্স প্রশিক্ষন গ্রহণ করবেন।

কিভাবে প্রশিক্ষনের জন্য যোগাযোগ করবেন, কিভাবে প্রশিক্ষনে ভর্তি হবেন, এনএসবিপিতে থাকা খাওয়ার ব্যবস্থা কেমন এসকল বিষয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হল, সকলের কাছে আমার বিশেষ অনুরোধ সবাই পোস্টটি সম্পুর্ণ পড়বেন।

কিভাবে প্রশিক্ষন গ্রহণ করবেন

এনএসবিপি কিন্তু শুধুমাত্র দৃষ্ট্রি প্রতিবন্ধীদের প্রশিক্ষন দিয়ে থাকে তাই আপনি যদি দৃষ্ট্রি প্রতিবন্ধী হন তবেই আপনি এখানে প্রশিক্ষন গ্রহণ করতে পারবেন। প্রশিক্ষন গ্রহণ করার জন্য প্রথমে আপনাকে এনএসবিপির সাথে যোগাযোগ করতে হবে।

আপনি সরাসরি এনএসবিপির অফিসে এসে যোগাযোগ করতে পারেন কিংবা আপনার বাসা যদি দূরে হয় তবে আপনি ফোনের মাধ্যমেও যোগাযোগ করতে পারবেন। আপনি অফিসে এসে বা ফোন করে বলবেন আপনি একজন দৃষ্ট্রি প্রতিবন্ধী আপনি এখানে কম্পিউটার ট্রেনিং করতে চান।

ওপ্রান্তের ব্যক্তি আপনার কাছে কিছু প্রশ্ন জানতে চাইবে। আপনি তার সকল প্রশ্নের সঠিক ভাবে উত্তর দেবেন। আপনার নিকট থেকে তথ্য নেবার পর এনএসবিপির প্রতিনিধি আপনাকে জানিয়ে দেবে আপনি প্রশিক্ষন গ্রহণ করতে পারবেন কি না। প্রশিক্ষন গ্রহণের জন্য আপনাকে কবে আসতে হবে ইত্যাদি।

এনএসবিপিতে থাকা খাওয়ার মান কেমন

এবার আসুন এনএসবিপিতে থাকা ও খাবারের মান কেমন সে সম্পর্কে বিস্তারিত আলোকপাত করা যাক। এনএসবিপি একটি বেসরকারী প্রতিষ্ঠান এখানে যদি আপনি প্রশিক্ষন গ্রহণ করতে আসেন তবে এনএসবিপির আবাসিক হলেই আপনাকে থাকতে হবে।

হলে থাকার জন্য আপনাকে কোন খাট দেয়া হবে না, ফ্লোরে বিছানা করে রাতে ঘুমাতে হবে। বিছানার চাদর বালিশ কাথা এগুলি এনএসবিপি থেকে সরবরাহ করা হবে। এনএসবিপির খাবারের মান বেসরকারী প্রতিষ্ঠান হিসেবে যথেষ্ট ভাল।

সকালের খাবারে কোনদিন সাদা ভাতের সাথে ডিম বা সবজির তরকারী দেয়া হয়। কোনদিন খিচুরি ভাতের সাথে ডিম ভাজি বা আলু ভরতা দেয়া হয়।

দুপুরের খাবারে সাদা ভাতের সাথে গরু বা মুরগির মাংশ সরবরাহ করা হয়, কোনদিন সাদা ভাতের সাথে মাছের তরকারী ও পাতলা ডাল সরবরাহ করা হয়। রাতের খাবারে সাদা ভাতের সাথে সবজির তরকারী বা ডিমের তরকারী, কোনদিন সাদা ভাতের সাথে পাতলা ডাল ও ভাজি সরবরাহ করা হয়।

যোগাযোগ

এনএসবিপির সাথে যোগাযোগ করতে নিচে দেয়া ফোন নাম্বারে কল করে যোগাযোগ করতে পারবেন। আপনি এনএসবিপির ঠিকানা এখানে ফোন করে জেনে নিতে পারবেন।

আপনি যদি এনএসবিপিতে আসতে চান তবে এই নাম্বারটি অবশ্যই আপনার কাছে রাখবেন কারণ তাহলে ফোনের মাধ্যমে ডিরেকশন নিয়ে এনএসবিপির অফিসে আসতে পারবেন, ফোন নাম্বারটি হল ০১৭০৮ ৫২৯৬৯০।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button