বয়স্ক ভাতা কবে দেবে ২০২৫

প্রিয় ভাই বোন বন্ধুগণ, প্রতিবন্ধী ইনফো ডট নেট ওয়েবসাইটের নতুন একটি কন্টেন্টে আপনাদের জানাই সুস্বাগতম। আমরা এখন আলোচনা করব বয়স্ক ভাতা কবে দেবে সে সম্পর্কে। আমরা কম বেশি জানি যে, বাংলাদেশ সরকার উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে, দেশের বয়স্ক গরীব নাগরিকদের বয়স্ক ভাতা প্রদান করে।
যদিও উন্নত বিশ্বে যে পরিমাণ টাকা দেয়া হয়। তা আমাদের দেশে দেয়া হয় না। বাংলাদেশ সরকার দেশের গরীব বয়স্ক নাগরিকদের মাঝে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর মাধ্যমে বয়স্ক ভাতা প্রদান করে।
বয়স্ক ভাতা কত টাকা
বাংলাদেশ সরকার, দেশের বয়স্ক নাগরিকদের প্রতি মাসে ৬০০ টাকা হারে বয়স্ক ভাতা প্রদান করে। মাসিক মাত্র ৬০০ টাকায় একজন বয়স্ক ব্যক্তি কি এক মাস চলতে পারে?। এমন প্রশ্ন অনেক বয়স্ক ভাতাভোগিরই আছে। বাংলাদেশ সরকার যদি বয়স্ক ভাতার পরিমাণ বৃদ্ধি করে, তবে বয়স্ক নাগরিকগণ আর্থীক স্বাবলম্বীতা অর্জন করতে পারে।
অনেক বয়স্ক ব্যক্তি আছেন যাদের আর কোন উপার্জনের ব্যবস্থা নেই। তাদের ছেলে মেয়েরাও তাকে দেখভাল করে না। এমত অবস্থায় এই বয়স্ক ভাতার টাকা উক্ত বয়স্ক ব্যক্তি তার দৈনন্দিন খচর মেটায়।
কিন্তু বর্তমান বাজারে মাসে মাত্র ৬০০ টাকায় কি হয়?। ৬০০ টাকার হিসেবে প্রতি দিন হয় বিশ টাকা। আপনারাই বলুন ২০ টাকা দিয়ে কি একজন মানুষ একদিন চলতে পারে?। বিশ টাকা দিয়ে কি একজন বয়স্ক ব্যক্তির একদিনের ঔষুধ ক্রয় করা সম্ভব হয়?।
বাংলাদেশ সরকারের কাছে আমাদের আকুল অনুরোধ এই যে, বয়স্ক ভাতার টাকার পরিমাণ বৃদ্ধি করা হোক। বয়স্ক ভাতা এমন ভাবে বৃদ্ধি করা হোক যেন একজন বয়স্ক ব্যক্তি একমাস মধ্যবিত্ত ভাবে চলতে পারে। নিজের পছন্দের খাবার ক্রয় করে খেতে পারে, প্রয়োজনীয় ঔষুধ ক্রয় করতে পারে ইত্যাদি।
বয়স্ক ভাতা কত দিন পর পর দেয়া হয়
এবার আমরা আলোচনা করব বয়স্ক ভাতা কত দিন পর দেয়। যারা বয়স্ক ভাতার টাকা পান তাদের একটি কমন প্রশ্ন, বয়স্ক ভাতার টাকা কত দিন পর দেয়া হয়?। বাংলাদেশ সরকার প্রতি বছর মোট চারটি কিস্তিতে বয়স্ক ভাতার টাকা প্রদান করে।
যেমন, জানুয়ারি থেকে মার্চ, এই তিন মাসের বয়স্ক ভাতার টাকা একসাথে দেয়া হয়। এপ্রিল থেকে জুন, এই তিন মাসের বয়স্ক ভাতার টাকা একসাথে দেয়া হয় এভাবে বয়স্ক ভাতার ১২ মাসের টাকা ৪ টি কিস্তিতে দেয়া হয়। এ হিসেবে বলা যায় তিন মাস পর পর বয়স্ক ভাতার টাকা দেয়া হয়।
বয়স্ক ভাতা কবে থেকে শুরু হয়
বাংলাদেশ সরকার ১৯৯৭ সাল থেকে বয়স্ক ভাতা কর্মসূচী চালু করে। তখন থেকে আজ অবধি বাংলাদেশ সরকার বয়স্ক নাগরিকদের বয়স্ক ভাতা দিয়ে আসছে। বাংলাদেশ সরকার চায়, দেশের গরীব বয়স্ক নাগরিকদের বয়স্ক ভাতা কার্যক্রমের মাধ্যমে আর্থীক সুরক্ষা প্রদান করতে।
বয়স্ক ভাতা কবে দেবে
বয়স্ক ভাতার টাকা কবে দেবে সে সম্পর্কে এবার আলোচনা করা হবে। যে সকল ব্যক্তিগণ বয়স্ক ভাতা পান, তাদের একটি বড় প্রশ্ন ২০২৪-২০২৫ অর্থ বছরের বয়স্ক ভাতার দ্বিতীয় কিস্তির টাকা কবে দেবে। অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর, এই তিন মাসের বয়স্ক ভাতার টাকা কবে আসবে এই প্রশ্নের উত্তর খুজব এখন।
২০২৪ সালের অক্টোবর থেকে ডিসেম্বর এই তিন মাসের বয়স্ক ভাতার টাকা কবে দেয়া হবে, আমরা এই প্রশ্ন করেছিলাম সমাজসেবা অধিদপ্তরের, সামাজিক নিরাপত্তা কর্মসূচীর একজন উর্ধতন কর্মকর্তাকে।
তিনি আমাদের প্রশ্নের উত্তরে আমাদের জানিয়েছেন, ২০২৪ সালের অক্টোবর থেকে ডিসেম্বর, এই তিন মাসের বয়স্ক ভাতার টাকা ২০২৫ সালের জানুয়ারি মাসের ২৫ থেকে ৩০ তারিখের মধ্যেই জি টু পি পদ্ধতিতে সকল বয়স্ক ভাতাভোগির বিকাশ ও নগদ অ্যকাউন্ডের মাধ্যমে প্রদান করা হবে।
আপনারা যারা জানতে চান বয়স্ক ভাতা কবে দেবে তারা জেনে রাখুন, ২০২৫ সালের জানুয়ারি মাসের ২৫ থেকে ৩০ তারিখের মধ্যেই আপনাদের ভাতার টাকা পেয়ে যাবেন।