বিধবা ভাতা কবে দেবে ২০২৫ জেনে নিন

প্রিয় পাঠক, প্রতিবন্ধী ইনফো ডট নেট ওয়েবসাইটের নতুন একটি পোস্টে আপনাকে জানাই সাদর সম্ভাষন। আজ আমরা আলোচনা করব, বিধবা ভাতা কবে দেবে সে সম্পর্কে। বাংলাদেশ সরকার বিধবা নারীদের পারিবারিক ও সামাজিক সর্যদা বৃদ্ধি এবং আর্থীক নিরাপত্তা নিশ্চিতকল্পে বিধবা নারীদের মাসিক ভাতা প্রদান করে।
এই পোস্টে আমরা আলোচনা করব, ২০২৪ সালের অক্টোবর থেকে ডিসেম্বর, এই তিন মাসের বিধবা ভাতার টাকা কবে দেবে সে সম্পর্কে। আপনি কিংবা আপনার পরিবারের কোন সদস্য যদি বিধবা ভাতা পেয়ে থাকে, তবে এই পোস্টটি অবশ্যই সম্পুর্ণ পড়বেন।
এই পোস্টটি পড়লে আপনি জানতে পারবেন ২০২৪-২০২৫ অর্থ বছরের দ্বিতীয় কিস্তির বিধবা ভাতার টাকা কবে আসবে, বিধবা ভাতা কত টাকা, বিধবা ভাতা কবে থেকে শুরু হয় ইত্যাদি। তাই সকল পাঠকের কাছে বিণিত অনুরোধ করছি, সবাই এই লেখাটি মনযোগ দিয়ে পড়বেন।
বিধবা ভাতা কি
বিধবা ভাতা হল, বাংলাদেশ সরকার কর্তৃক প্রদপ্ত একটি ভাতা, যা বিধবা নারীদের প্রদান করা হয়। বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে অধিকাংশ পরিবারে পুরুষই পরিবারের আর্থীক চাহিদা পুরণ করে। তবে কিছু পরিবার আছে যেখানে পুরুষ এবং নারী উভয়ই কাজ করে।
তাই একটি পরিবারের পুরুষ সদদ্যের অকাল মৃত্যু হলে, সেই পরিবারটি আর্থীক ও সামাজিক ভাবে অনিরাপদ হয়ে যায়। এমন পরিবারকে আর্থীক সুরক্ষা দিতে, বাংলাদেশ সরকার বিধবা ভাতা কর্মসূচী চালু করেছে।
সরকার চায়, বিধবা ভাতা কর্মসূচীর মাধ্যমে দেশের বিধবা নারীদের মাসিক ভাতা প্রদান করতে। বিধবা নারীগণ এই ভাতার টাকা দিয়ে নিজের আর্থীক প্রয়োজন মিটিয়ে থাকে।
বিধবা ভাতা কত টাকা
বাংলাদেশ সরকার, বিধবা নারীদের আর্থীক নিরাপত্তা প্রদানের জন্য বিধবা নারীদের মাসিক ভাতা প্রদানের ব্যবস্থা করেছে। বিধবা ভাতা প্রথম শুরু হবার পর ভাতার টাকার পরিমাণ ছিল মাসিক ১০০ টাকা। যা সময়ের সাথে বাড়তে বাড়তে এখন ২০২৪ সালে ৫৫০ টাকায় উত্তির্ণ হয়েছে।
বর্তমান বাজার মুল্যে ৫৫০ টাকায় কিছুই হয় না। কিন্তু প্রতি মাসে সামান্য ৫৫০ টাকায় কি এক মাস চলা যায়?। যায় না ৫৫০ টাকা ৩০ দিনের উপর ভাগ করলে দিনে ২০ টাকাও হয় না।
এত কম টাকায় কি একজন মহিলা চলতে পারে?। বাংলাদেশ সরকারের কাছে আমরা বিণিত অনুরোধ, বিধবা ভাতার টাকার পরিমাণ এমন ভাবে বৃদ্ধি করা হোক, যেন একজন বিধবা নারী একমাস মধ্যবিত্তভাবে চলতে পারে।
বিধবা ভাতা কবে চালু হয়
প্রিয় পাঠক এবার আসুন আলোচনা করি বিধবা ভাতা কর্মসূচী কবে চালু হয় সে সম্পর্কে। বাংলাদেশ সরকার দরিদ্র বিধবা নারীদের আর্থীক নিরাপত্তা নিশ্চিতে ১৯৯৮ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধিনস্থ সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বিধবা ভাতা কর্মসূচী চালু করা করে সরকার।
বিধবা ভাতার টাকা কবে দেবে
২০২৪-২০২৫ অর্থ বছরের দ্বিতীয় কিস্তির বিধবা ভাতার টাকা কবে দেবে এ সম্পর্কে এবার আলোচনা করা হবে। ২০২৪ সালের অক্টোবর থেকে ডিসেম্বর, এই তিন মাসের বিধবা ভাতার টাকা কবে দেয়া হবে তা জানার জন্য আমরা সমাজসেবা অধিদপ্তরের, সামাজিক নিরাপত্তা অধিশাখার একজন উচ্চ পদস্থ্য কর্মকর্তার সাথে যোগাযোগ করেছিলাম।
তিনি তার নাম প্রকাশ না করার শর্তে আমাদের জানিয়েছেন, ২০২৪ সালের অক্টোবর থেকে ডিসেম্বর, এই তিন মাসের বিধবা ভাতার টাকা ২০২৫ সালের জানুয়ারি মাসের ১৫ তারিখ থেকে দেয়া শুরু হবে। যা জানুয়ারি মাসের ৩০ তারিখের মধ্যেই শেষ হবে। অর্থ্যৎ জানুয়ারি মাসের ১৫ থেকে ৩০ তারিখের মধ্যেই সকল বিধবা ভাতা ভোগিগণ বিধবা ভাতার টাকা পেয়ে যাবেন।
এই টাকা জি টু পি পদ্ধতিতে উপকারভোগিদের বিকাশ ও নগদ অ্যকাউন্টের মাধ্যমে প্রদান করা হবে।