ঈদের আগে কি প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতা দেবে

প্রিয় পাঠক পাঠিকাবৃন্দ, প্রতিবন্ধী ইনফো ডট নেট এর পক্ষ থেকে আন্তরিক প্রিতি ও ভালবাসা গ্রহণ করবেন। চলছে পবিত্র মাহে রমাদান, আর মাত্র কয়েকদিন পরেই আসবে খুশির ঈদ। আমাদের সমাজে একটি প্রবাদ বাক্য প্রচলিত আছে “ঈদ মানেই খুশি ঈদ মানেই আনন্দ”।
আর তারই ধারাবাহিকতায় ঈদের খুশিকে আরও মহিমান্নিত করতে অনেকেই ইতিমধ্যে কেনাটানায় মন দিয়েছেন। কারও বাজেট ১ লাখ টাকা কেউবা ২০০ টাকা দিয়ে ফুতপাত থেকেই ঈদের পোষাক কিনছেন।
উপার্জনহীন প্রতিবন্ধীরা ঈদের খুশির জন্য অন্যের উপর নির্ভরশীল। যদি কেউ কোন পোষাক দেয় তবে তারা ঈদে নতুন পোষাক পরতে পারে। আর যদি কেউ না দেয়, তবে তাদের জন্য নতুন পোষাক পাওয়াটা দুসাদ্ধ। তবে অসহায় প্রতিবন্ধীদের সহায় হল সরকারের দেয়া প্রতিবন্ধী ভাতার টাকা।
আমরা অনেকেই জানি বাংলাদেশ সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় প্রতিবন্ধী বয়স্ক ও বিধবা ভাতা প্রদান করে। অন্তরবর্তিকালীন সরকার ভাতার তালিকা সংশোধন করার ঘোষনা দেবার পর। ঈদের আগে ভাতার টাকা পাওয়া যাবে কি না সে সম্পর্কে ধোয়াশা সৃষ্ট্রি হয়েছে।
অনেকেই বলছেন ঈদের আগে ভাতার টাকা দেবে না। আবার অনেকেই বলছেন আর কখনই ভাতার টাকা দেবে না। আসল সত্য কোনটা?। এসকল বিষয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হল। তাই সবার কাছে আমাদের বিশেষ অনুরোধ, আপনারা এই পোস্টটি অবশ্যই সম্পুর্ণ পড়বেন।
ঈদের আগে কি ভাতা দেবে
ঈদের আগে ভাতা দেবে কি না এবার আমরা সে সম্পর্কে আলোচনা করব। ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ, এই তিন মাসের ভাতার টাকা একসাথে দেবার কথা। সাধারণত প্রতি তিন মাস পর পর প্রতিবন্ধী বয়স্ক ও বিধবা ভাতার টাকা দেয়া হয়। তবে যদি ঈদ চলে আসে তবে তিন মাস পুর্ণ না হলেও ঈদের আগেই ভাতার টাকা প্রদান করে হয়।
সেই সুত্র অনুযায়ি ঈদের আগেই প্রতিবন্ধী বয়স্ক ও বিধবা ভাতার টাকা পাবার কথা। কিন্তু বিগত ৭/২/২০২৫ তারিখে অন্তরবর্তিকালীন সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা ডিসি সম্মেলনে দেয়া বক্তব্যে ভাতার তালিকা সংশোধনের কথা জানান। তার এই বক্তব্যের পর ভাতার টাকা পাওয়ায় অনিশ্চয়তা দেখা দেয়।
তবে আমাদের সকল ধোয়াসা দূর করে সরকার ভাতার টাকা দেবার জন্য সারা বাংলাদেশের সকল জেলা পর্যায়ের সমাজসেবা কার্যালয়গুলিকে পে রোল পাঠানোর জন্য চিঠি দিয়েছে। যারা পে রোল কি তা জানেন না তাদের জন্য বলছি।
পে রোল হল কত জনকে টাকা দিতে হবে, কত টাকা দিতে হবে তার তালিকা। প্রতিটি জেলা থেকে সমাজসেবা অধিদপ্তরে পে রোল পাঠানো হবে।
সেই পে রোল যাচাই বাছাই করে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে তা অনুমোদিত হয়ে বাংলাদেশ ব্যংকে যাবে। বাংলাদেশ ব্যংক থেকে সকল ভাতাভোগিকে টাকা পাঠানো হবে। সরকার যেহেতু পে রোল চেয়ে চিঠি দিয়েছে, এখন আমরা নিশ্চিত করে বলতে পারি ঈদের আগেই সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় বিতরণকৃত প্রতিবন্ধী বয়স্ক ও বিধবা ভাতার টাকা দেয়া হবে।
ভাতার টাকা কবে থেকে দেয়া শুরু হবে
প্রতিবন্ধী বয়স্ক ও বিধবা ভাতার টাকা কবে থেকে দেয়া শুরু হবে এবার আমরা সে সম্পর্কে আলোকপাত করব। আমরা আগেই বলেছি সরকার ঈদের আগেই প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতার টাকা দেবে। কিন্তু কবে দেবে, কয় তারিখে দেবে সে সম্পর্কে অনেকের মনেই প্রশ্ন রয়ে গেছে।
আপনাদের জ্ঞতার্থে বলে রাখি, ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ, এই তিন মাসের প্রতিবন্ধী বয়স্ক ও বিধবা ভাতার টাকা ১৮ রমজান থেকে দেয়া শুরু হবে এবং ২৯ রমজানের মধ্যেই ভাতার টাকা দেয়া শেষ হবে।
এবার প্রতিবন্ধী ভাতা কত টাকা দেবে
এবার প্রতিবন্ধী ভাতা হিসেবে ২৫৫০ টাকা প্রদান করা হবে। আগের মত বিকাশ ও নগদে ভাতার টাকা দেয়া হবে। আপনারা নিয়মিত আপনাদের বিকাশ ও নগদ এ্যকাউন্টে নজর রাখুন, যে কোন সময় ভাতার টাকা চলে আসবে।
এবার বয়স্ক ভাতা কত টাকা দেবে
এবার বয়স্ক ভাতা বাবদ ১৮০০ টাকা দেয়া হবে। আগের মতই বিকাশ ও নগদে টাকা পাঠানো হবে। ভাতা দেয়া শুরু হবার পর যে কোন সময়ে আপনার বিকাশ ও নগদ এ্যকাউন্টে ভাতার টাকা চলে আসবে। তাই আপনার বিকাশ ও নগদ এ্যকাউন্টে নিয়মিত নজর রাখুন।
এবার বিধবা ভাতা কত টাকা দেবে
এবার বিধবা ভাতা হিসেবে ১৬৫০ টাকা দেয়া হবে। আগের মতই আপনার বিকাশ বা নগদ এ্যকাউন্টে এই ভাতার টাকা পাঠানো হবে। আপনি আপনার বিকাশ বা নগদ এ্যকাউন্টে নিয়মিত নজর রাখুন, যে কোন সময় আপনার ভাতার টাকা চলে আসবে।
প্রিয় পাঠক পাঠিকাবৃন্দ, এই ছিল ঈদের আগে ভাতার টাকা দেবে কি না সে সংক্রান্ত আলোচনা। এই পোস্টটি পড়তে আপনার কেমন লাগল তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি আর কি বিষয়ে জানতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন।
আমরা আপনাদের চাহিদা অনুযায়ি পোস্ট লেখার চেষ্টা করব। সকলে ভাল থাকবেন সুস্থ্য থাকবেন লেখাটি পড়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।