ভাতা অনুদান ও ঋণ

প্রতিবন্ধী ভাতা আবেদন অনলাইন ২০২৫

সুপ্রিয় পাঠক পাঠিকাবৃন্দ, প্রতিবন্ধী ইনফো ডট নেট এর পক্ষ থেকে আন্তরিক প্রিতি ও ভালবাসা গ্রহণ করবেন। আমরা এখন আলোচনা করব, প্রতিবন্ধী ভাতা আবেদন অনলাইন ২০২৫ সম্পর্কে। আপনি যদি প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে চান, তবে এই পোস্টটি আপনার জন্য খুবই গুরুত্বপুর্ণ।

কারণ প্রতিবন্ধী ভাতা অনলাইন আবেদন সংক্রান্ত কিছু অতি গুরুত্বপুর্ণ তথ্য এই পোস্টে শেয়ার করা হল। তাই সকলের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা সকলে এই পোস্টটি অবশ্যই সম্পুর্ণ পড়বেন। অনেকেই প্রতিবন্ধী ভাতার জন্য প্রথমবার আবেদন করবেন।

তাই প্রতিবন্ধী ভাতা সংক্রান্ত সংক্ষিপ্ত আলোচনার প্রয়োজন অনুভব করছি। প্রতিবন্ধী ভাতা সম্পর্কে নিচে কিঞ্চিত আলোকপাত করা হল।

প্রতিবন্ধী ভাতা

২০০৫ সালে বাংলাদেশ সরকার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায়, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কর্মসূচী চালু করে। এই কর্মসূচীর লক্ষ্য ও উদ্দেশ্য হল: দেশের সকল পর্যায়ে বসবাসরত, অসচ্ছল গরীব কর্মহীন প্রতিবন্ধী নারী পুরুষদের আর্থীক সহায়তা প্রদান করা।

এই লক্ষ্যে ২০০৫ সালে বাংলাদেশ সরকার অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কর্মসূচী চালু করে। সে সময় ২০০৫-২০০৬ অর্থ বছরে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কর্মসূচীর জন্য জাতীয় বাজেটে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ছিল ২৪ লাখ ৯৯ হাজার টাকা। এবং প্রতিবন্ধী ভাতাভোগির সংখ্যা ছিল ১ লাখ ৪ হাজার ১৬০ জন। ভাতার টাকার পরিমাণ ছিল মাসিক ২০০ টাকা।

অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কর্মসূচী চালু হবার পর, বেশ কয়েক বার প্রতিবন্ধী ভাতার টাকার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। যেমন ২০০৭ সালে প্রতিবন্ধী ভাতার মাসিক পরিমাণ জন প্রতি ২০ টাকা বৃদ্ধি করে ২২০ টাকা করা হয়। ২০০৮ সালে ৩০ টাকা বারিয়ে ২৫০ টাকা করা হয়। ২০০৯ সালে মাসিক ভাতার পরিমান ৩০০ টাকায় উন্নিত করা হয়।

২০১৪ সালে প্রতিবন্ধী ভাতার মাসিক পরিমাণ ৫০০ টাকা করা হয়। ২০১৬ সালে করা হয় ৬০০ টাকা। ২০১৭ সালে ৭০০ টাকা এবং ২০১৯ সালে ৮৫০ টাকায় উন্নিত করে সরকার। যা এখনও বলবদ আছে।

বর্তমানে বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে মাসে ৮৫০ টাকা দিয়ে একজন প্রতিবন্ধী ব্যক্তি চলতে পারে না।

তাই বাংলাদেশ সরকার যদি সামাজিক নিরাপত্তা খাতে অর্থ বরাদ্দ বৃদ্ধি করে, তবে প্রতিবন্ধী সহ বিভিন্য ভাতা ভোগিদের জীবন মান কিছুটা উন্নত হতে পারে। সর্বপরি প্রতিবন্ধী ভাতা হল সরকারের দেয়া অর্থ সহায়তা যা অসচ্ছল গরীব প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হয়।

তবে প্রতিবন্ধী হলেই ভাতা পাওয়া যাবে এমনটা নয়। ভাতা পেতে আবেদন করতে হয় এবং জেলা ভাতা মঞ্জুরি কমিটি কর্তৃক আবেদন অনুমোদিত হতে হয়।

প্রতিবন্ধী ভাতা আবেদন অনলাইন

উপরে আমরা আলোচনা করেছি প্রতিবন্ধী হলেই প্রতিবন্ধী ভাতা পাওয়া যায় না। প্রতিবন্ধী ভাতা পেতে প্রথমে প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে হবে। এবং জেলা পর্যায়ের ভাতা মঞ্জুরি কমিটি যদি প্রতিবন্ধী ভাতার আবেদন গ্রহণ বা অনুমোদন করে, কেবলমাত্র তবেই সেই আবেদনকারী প্রতিবন্ধী ব্যক্তি প্রতিবন্ধী ভাতার টাকা পাবে।

অর্থ্যাৎ আমরা এটা বুঝতে পারলাম প্রতিবন্ধী ভাতা পেতে আবেদন করতে হয়। এখন প্রশ্ন হল প্রতিবন্ধী ভাতার জন্য কিভাবে আবেদন করতে হয়?। বিগত সময়ে কাগজের ফরম পুরণ করে সমাজসেবা কার্যালয়ে জমা দেয়ার মাধ্যমে প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে হত।

কিন্তু বিগত শেখ হাসিনার সরকার প্রতিবন্ধী ভাতার আবেদন সিস্টেম আধুনিকায়ন করে। বর্তমানে অনলাইনের মাধ্যমে প্রতিবন্ধী ভাতা আবেদন করা যায়। আপনি চাইলে বছরের যে কোন সময় প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে পারবেন না। সরকার প্রতি বছর একবার প্রতিবন্ধীদের ভাতাভুক্ত করার জন্য আবেদন করার সুযোগ দেয়।

সাধারণত জুলাই থেকে আগস্ট মাসের মধ্যেই প্রতিবন্ধী ভাতার আবেদন গ্রহণ শুরু হয়।

২০২৫ সালের প্রতিবন্ধী ভাতার আবেদন গ্রহণ কবে শুরু হবে সে সম্পর্কে এখনও সরকার কোন তথ্য দেয়নি।

তবে আমি আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলতে পারি, ২০২৫ সালের জুলাই মাসেই হয়ত প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন গ্রহণ শুরু হবে। আপনারা আমাদের ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখবেন। কবে প্রতিবন্ধী ভাতার আবেদন গ্রহণ শুরু হবে সে তথ্য পাওয়া মাত্রই আমাদের ওয়েবসাইটে তা প্রকাশ করব।

প্রতিবন্ধী ভাতা আবেদন ওয়েবসাইট

ভাতার আবেদন গ্রহণ শুরু হবার পর আপনি প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য এখানে ক্লিক করুন। এটি সমাজসেবা অধিদপ্তরের ভাতা আবেদন সংক্রান্ত পোর্টাল। কিভাবে আবেদন করবেন সে সম্পর্কে একটি বিস্তারিত পোস্ট অতি দ্রæতই আসছে। সেই পোস্টটি পড়ার জন্য সকলের প্রতি বিশেষ অনুরোধ রইল।

Related Articles

2 Comments

  1. আমি প্রতিবন্ধী আমার কিছু টাকা লাগবো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button