অন্যান্য

প্রতিবন্ধী কাকে বলে প্রতিবন্ধী বলতে কি বোঝায়

প্রিয় পাঠক পাঠিকাবৃন্দ, প্রতিবন্ধী ইনফো ডট নেট এর পক্ষ থেকে আন্তরিক প্রিতি ও ভালবাসা গ্রহণ করবেন। প্রতিবন্ধী কাকে বলে আপনাদের বহুল জিগ্গাসিত এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব এই পোস্টের মাধ্যমে। বাংলাদেশে প্রতিবন্ধীদের সংখ্যা কম নয়।

আপনারা যারা জানতে চান প্রতিবন্ধী কাকে বলে। তাদের সকলকে বিশেষ ভাবে অনুরোধ করছি। এই পোস্টটি সম্পুর্ণ পড়বেন।

প্রতিবন্ধী কাকে বলে

সহজ ভাষায় বলতে গেলে প্রতিবন্ধী হলেন এমন ব্যক্তি। যে জন্মগত ভাবে, রোগে আক্রান্ত হয়ে, দুর্ঘটনার শিকার হয়ে, অপচিকিৎসা বা অন্য কোন কারণে দৈাহিক ভাবে বিকলঙ্গ বা মানসিক ভাবে ভারসাম্যহিন। কিংবা উভয়রুপ বৈাকল্যে বা ভারসাম্যহিনতার শিকার। যিনি পর্বে বর্ণিত কারণে স্থায়িভাবে/ আংশিক বা সম্পুর্ণভাবে কর্মক্ষমতা হারিয়েছেন। এমন ব্যক্তিকেই প্রতিবন্ধী বলে।

সকল পাঠক পাঠিকাদের বোঝার জন্য সহজ ভাষায় বুঝিয়ে বলছি। মনে করা যাক, আপনার পাড়ার একটি শিশু জন্মগত ভাবে একটি চোখে দেখতে পায় না। এমন শিশুকে আমরা জন্মগত দৃষ্ট্রি প্রতিবন্ধী বলতে পারি। ঠিক একই ভাবে কোন শিশুর পা যদি ব্যাকা হয়। কিংবা পা ছোট বড় হয়। তবে আমরা তাকে জন্মগত শারীরিক প্রতিবন্ধী বলতে পারি।

কেবল জন্মগত ভাবেই মানুষ প্রতিবন্ধীতার শিকার হয় এমনটা নয়। দুর্ঘটনায় মানুষ প্রতিবন্ধী হতে পারে। যেমন মনে করা যাক, আপনার এলাকার কোন শিশু মাঠে খেলতে গিয়ে চোখে আঘাত পেল। আঘাত পাবার পর তার একটি কিংবা দুইটি চোখ ক্ষতিগ্রস্ত হল। যদি সেই শিশুর একটি বা দুইটি চোখ আংশিক বা সম্পুর্ণ নষ্ট হয়ে যায়। তবে সেই শিশুটিকে আমরা দুর্ঘটনাজনিত কারণে দৃষ্ট্রিপ্রতিবন্ধী বলতে পারি।

অপচিকিৎসাতে মানুষ প্রতিবন্ধী হতে পারে। মনে করা যাক, আপনার এলাকার একজন ব্যক্তি জ্বরে আক্রান্ত হল। এবং সে দাক্তারের কাছে গেল। দাক্তার তার রোধ সঠিকভাবে নিন্বয় না করেই তাকে ভুল চিকিৎসা দিল।
ভুল চিকিৎসার কারণে সেই ব্যকির রক্তচাপ বেড়ে গিয়ে স্টোক করলে এবং প্যরালাইসের শিকার হল। এমন ব্যক্তিকে আমরা অপচিকিৎসা জনিত কারণে শারীরিক প্রতিবন্ধী বলতে পারি।

প্রিয় পাঠক আশা করছি উপরের আলোচনা থেকে প্রতিবন্ধী কাকে বলে তা বুঝতে পেরেছেন। সরকার ও বিভিন্য বেসরকারি প্রতিষ্ঠান, প্রতিবন্ধীদের বিভিন্য সুযোগ সুবিধা দিয়ে থাকে। প্রতিবন্ধীদের সুযোগ সুবিধা সম্পর্কে আমাদের ওয়েবসাইটে বেশ কিছু পোস্ট আছে।

আপনি যদি চান তবে, প্রতিবন্ধীদের সুযোগ সুবিধা সংক্রান্ত সে সকল পোস্ট পড়তে পারেন।

উল্লেখ্য যে, বাংলাদেশ সরকার অসচ্ছল প্রতিবন্ধীদের মাসিক ভাতা প্রদান করে। অর্থ্যাৎ আপনি যদি প্রতিবন্ধী এবং গরীব হন তবে। আপনি এই প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে পারবেন। এবং আপনার আবেদন অনুমোদন সাপেক্ষে প্রতিবন্ধী ভাতা গ্রহণ করতে পারবেন।

কিভাবে প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে হয় সে সম্পর্কে আমাদের ওয়েবসাইটে একটি পোস্ট আছে। আপনি যদি চান তবে সেই পোস্টটি পড়ে দেখতে পারেন।

এছাড়াও বাংলাদেশ সরকার গরীব মেধাবি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাসিক উপবৃত্তি প্রদান করে। আপনি যদি প্রতিবন্ধী হন এবং লেখাপড়া করেন। তবে আপনি প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

প্রিয় পাঠক পাঠিকাবৃন্দ, আজকের মত তাহলে এ পর্যন্তই। সকলে ভাল থাকবেন সুস্থ্য থাকবেন। ধৈার্ষ ধরে লেখাটি পড়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button