সহায়ক উপকরণ

জেনে নিন কোন স্ক্রিন রিডার অ্যপটি সেরা

প্রিয় পাঠক আজকের পোস্টটি দৃষ্ট্রি প্রতিবন্ধীদের জন্য স্পেশাল। আজ আমরা আলোচনা করব কোন স্ক্রিন রিডার অ্যপটি সেরা। বাংলাদেশের ৪৬ লাখ প্রতিবন্ধীদের মধ্যে একটি বড় অংশ হল দৃষ্ট্রি প্রতিবন্ধী। এই বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে তো দেশের সার্বিক অগ্রগতি সম্ভব নয়। তাই বাংলাদেশ সরকার ও বিভিন্য বেসরকারী প্রতিষ্ঠান দৃষ্ট্রি প্রতিবন্ধীদের কল্যাণে বিভিন্য সেবা ও সহযোহিতা প্রদান করে থাকে। বাংলাদেশ সরকার দৃষ্ট্রি প্রতিবন্ধীদের লেখাপড়া নিশ্চিত করতে সারা বাংলাদেশে স্বমন্বিত অন্ধশিক্ষা কার্যক্রম চালু করেছে। এই কার্যক্রমের মাধ্যমে দৃষ্ট্রি প্রতিবন্ধীরা ব্রেইল পদ্ধতির মাধ্যমে লেখাপড়া করে। এছাড়াও ই বুক ব্যবহারের মাধ্যমেও দৃষ্ট্রি প্রতিবন্ধীরা লেখাপড়া করে থাকে। এখন প্রশ্ন হল ব্রেইল পদ্ধতি কি। ব্রেইল পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল আপনারা যারা ব্রেইল পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান তারা এই পোস্টটি সম্পুর্ণ পড়বেন ব্রেইল পদ্ধতি ছাড়াও এই পোস্টে সেরা কিছু স্ক্রিন রিডার অ্যপ সম্পর্কেও আলোচনা করা হবে। তাই সকল পাঠকদের প্রতি বিশেষ অনুরোধ জানাচ্ছি সবাই এই পোস্টটি সম্পুর্ণ পড়বেন।

ব্রেইল পদ্ধতি কি

ব্রেইল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে দৃষ্ট্রি প্রতিবন্ধীরা হাতের স্পর্শের মাধ্যমে লেখাপড়া করে। ব্রেইল পদ্ধতিতে কিছু ডটের মাধ্যমে অক্ষর লেখা হল। মোটা কাগজের উপর ছোট আকৃতির কিছু ডট চিহ্ন থাকে সেই ডটের ওপর আঙ্গুল রাখলে দৃষ্ট্রি প্রতিবন্ধীরা চোখা না দেখেই বুঝতে পারে কাগজে কি লেখা আছে। এবশ্য ব্রেইল পদ্ধতিতে লেখাপড়া করার জন্য বিশেষ প্রশিক্ষনের প্রয়োজন হয় যারা ব্রেইল পদ্ধতি যানে না তারা কিন্তু কিছুই বুঝবে না তাই ব্রেইল পদ্ধতির ওপর বিশেষ প্রশিক্ষন গ্রহণ করতে হয়।

আগেই বলেছি শুধুমাত্র ব্রেইল পদ্ধতি ছাড়াও দৃষ্ট্রি প্রতিবন্ধীরা ই বুকের মাধ্যমেই অধ্যায়ন করে, ই বুক মুলত স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে পড়া যাই এমন বই যেমন, পিডিএফ, ওয়েব পেইজ ইত্যাদি। চোখে না দেখে ই বুক পড়ার জন্য বাজারে বিভিন্য স্ক্রিন রিডার অ্যপ আছে। যা ব্যবহার করে দৃষ্ট্রি প্রতিবন্ধীরা বই অধ্যায়ন করে। স্ক্রিন রিডার এমন একটি অ্যপ যা স্ক্রিনে আসা সকল লেখাকে অডিওতে রুপান্তর করে শোনায়। কোন পিডিএফ বা ওয়েবপেইজ ওপেন করলে স্ক্রিন রিডার অ্যপ সে লেখাটি পড়ে শোনায় ফলে চোখে না দেখেও দৃষ্ট্রি প্রতিবন্ধীরা শুনে শুনেই লেখাপড়া করতে পারে।

কোন স্ক্রিন রিডার অ্যপটি সেরা

বাজারে দৃষ্ট্রি প্রতিবন্ধীদের জন্য বিভিন্য স্ক্রিন রিডার অ্যপ আছে, কিছু বিনামুল্যে ব্যবহার করা যায় আবার কিছু অ্যপ টাকা দিয়ে কিনতে হয়। আমরা আজ একটি ফ্রি স্কিন রিডার অ্যপ সম্পর্কে আলোচনা করব। কারণ বাংলাদেশের বেশিরভাগ দৃষ্ট্রি প্রতিবন্ধীদের জন্যই অ্যপ ক্রয় করে ব্যবহার করা সম্ভব নয়। তার কারণ হল এসকল অ্যপের দাম অনেক তাছাড়া বাংলাদেশ থেকে অ্যপ ক্রয় করতে ডুয়েল কারেন্সি ডেবিট বা ক্রেডিট কার্ডের প্রয়োজন হয় যা বেশিরভাগ মানুষের হাতেই নেই। সে ক্ষেত্রে দৃষ্ট্রি প্রতিবন্ধীরা ডেবিন ক্রেডিট কার্ড কোথায় পাবে। ব্যংকে অ্যকাউন্ট খুলে ডেবিট কার্ড তো যে কেউই সংগ্রহ করতে পারে কিন্তু ডুয়েল কারেন্সি অ্যকটিভ করতে হলে পার্সপোর্টের প্রয়োজন হয় পার্সপোর্ট তো আর সবার থাকে না তাই সবাই ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারে না।

তাই আমি এমন একটি অ্যপ খুজে বের করার চেষ্টা করেছি যে অ্যপে অনেক বেশি সুযোগ সুবিধা থাকবে, সহজ ভাবে ব্যবহার করা যাবে এবং ফ্রিতে ব্যবহার করা যাবে। দির্ঘদিন যাবত অনেক খোজাখুজির পর একটি অ্যপ পেয়েও গিয়েছি। আশা করছি এই অ্যপটি আপনাদের সবার ভাল লাগবে। এবার কাজের কথায় আসা যাক সেই অ্যপটির নাম হল ইনিস্টা রিডার, অ্যপটি গুগল প্রে স্টোরে পাওয়া যাবে। আপনারা যাতে করে সহজে অ্যপটি খুজে পান সে জন্য অ্যপটির প্রে স্টোর লিংক এখানে সংযুক্ত করে দিলাম। অ্যপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ক্লিক করলে আপনি গুগল প্রে স্টোরে চলে যাবেন এবার ইনিস্টল বাটনে ক্লিক করে অ্যপটি ইনিস্টল করে নিন। ইনিস্টল শেষ হয়ে গেলে অ্যপনি ওপেন করেন। ওপেন করার পর কিছু পারমিশন চাইবে সকল পারমিশন এলাও করে দিন । এবার অ্যপটি ব্যবহারের জন্য তৈরী।

ইনিস্টা রিডার অ্যপে যে সকল ফাউল পড়া যায়

এই অ্যপটি ব্যবহার করে আপনি বিভিন্য ফাইল পড়তে পারবেন যেমন, পিডিএফ, জেপিজি, ডক, এক্সেল ইত্যাদি। এই অ্যপের একটি বিশেষ সুবিধা আছে তা হল, কোন ছবিতে যদি কিছু লেখা থাকে তবে এই অ্যপ সেই লেখাও পড়তে পারে। তাই দৃষ্ট্রি প্রতিবন্ধীরা বইয়ের পৃষ্ঠার ছবি তুলেও এই অ্যপের মাধ্যমে পড়তে পারবেন।

প্রিয় পাঠক ভাই বোন বন্ধুগণ, এই লেখাটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনি আর কি বিষয়ে জানতে চান তাও কমেন্ট করে জানাতে পারেন। প্রিয় পাঠক সবাই ভাল থাকেন সুস্থ্য থাকবেন এবং আমাদের ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখবেন, আমাদের সাথে এতটা সময় কাটানো জন্য লেখাটি পড়ার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button