ভাতা অনুদান ও ঋণ

সমাজসেবার প্রতিবন্ধী ঋণ দেয়া শুরু হয়েছে ২০২৫

প্রিয় পাঠক পাঠিকাবৃন্দ, প্রতিবন্ধী ইনফো ডট নেট-এর পক্ষ থেকে আন্তরিক প্রিতি ও ভালবাসা গ্রহণ করবেন। এখন আমরা আলোচনা করব, প্রতিবন্ধী ঋণ সম্পর্কে। আমরা যারা প্রতিবন্ধী আছি বিভিন্য কারণে আমাদের ঋণ সুবিধার দরকার হয়। কিন্তু বাংলাদেশের বর্তমান আর্থ সামাজিক প্রেক্ষাপটে প্রতিবন্ধীরা সহজে ঋণ পায় না।

বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর প্রতিবন্ধীদের খুদ্র ঋণ দেয়।

আমাদের ওয়েবসাইটে প্রতিবন্ধী ঋণ সম্পর্কে কিঞ্চিত আলোচনা করা হয়েছে। আপনি চাইলে সে পোস্টটি পড়তে পারেন। সমাজসেবা প্রতিবন্ধীদের সুদমুক্ত ও সহজ শর্তে ঋণ সুবিধা দেয়। ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ পাওয়া যেতে পারে।

প্রতিবন্ধী ঋণ ২০২৫

আপনি যদি সমাজসেবার প্রতিবন্ধী ঋণ পেতে চান, তবে আপনাকে অবশ্যই প্রতিবন্ধী হতে হবে এবং ঋণের টাকা দিয়ে ব্যবসা বা অন্য কোন কর্মমুখী কাজ করার সক্ষমতা থাকতে হবে। সরকার চায় প্রতিবন্ধীদের ঋণের টাকা দিয়ে কর্মমুখী করতে।

তাই আপনি যদি প্রতিবন্ধী ঋণের টাকা খাটিয়ে উপার্জন করার সক্ষমতা রাখেন। তবেই আপনি সমাজসেবার ঋণ সুবিধা পাবেন। যাই হোক এবার আমরা ঋণ সংকক্রান্ত মূল আলোচনা শুরু করি।

প্রতিবন্ধী ঋণ দেয়া কবে শুরু হবে ২০২৫

বাংলাদেশ সরকার প্রতিবন্ধীদের মাঝে ঋণ বিতরণের জন্য প্রতি বছর অর্থ বরাদ্দ করে। সেই বরাদ্দকৃত অর্থ, সারা দেশের সমাজসেবা কার্যালয়গুলিতে বন্টন করা হয়। আপনি যে জেলায় বসবাস করেন, সেই জেলাতে অবস্থিত সমাজসেবা কার্যালয় যে পরিমাণ টাকা বরাদ্দ পাবে। সেই টাকা সমাজসেবা কার্যালয় প্রতিবন্ধীদের মাঝে ঋন হিসেবে বিতরণ করবে।

তার-ই ধারাবাহিকতায় ২০২৪-২০২৫ অর্থ বছরেও প্রতিবন্ধী ঋনের জন্য অর্থ বরাদ্দ করা হয়। বিগত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর, সরকারি কাজে কিছুটা ধিরতা আসে। তাই মন্ত্রণালয় থেকে জেলা পর্যায়ে প্রতিবন্ধী ঋণ প্রদানের জন্য অর্থ বরাদ্দ করতে কিছুটা বিলম্ব হয়।

তবে সুখের কথা এটাই, অবশেষে জেলা পর্যায়ে ঋণ বিতরণ করার জন্য টাকা এসেছে। তাই এখনই সুযোগ, ঋণের জন্য আবেদন করার।

ঋণ পাবার জন্য আপনাকে নির্ধারিত প্রকৃয়া অনুসরণ করে আবেদন করতে হবে। আবেদন করলেই যে আপনি ঋণ পাবেন এমন কোন কথা নেই।

ঋন পাবার জন্য, আবেদন করার পর আপনার আবেদনটি চলে যাবে ঋণ মঞ্চুরি কমিটির কাছে। কমিটি যদি আপনার আবেদনটি অনুমোদন করে তবেই আপনি প্রতিবন্ধী ঋণ পাবেন।

প্রতিবন্ধী ঋণ বিতরণ নীতিমালা

প্রতিবন্ধী ঋণের জন্য আবেদন করার আগে আপনারা সকলে অবশ্যই প্রতিবন্ধী ঋণ বিতরণ নীতিমালা খুব ভাল করে পড়ে নেবেন। আপনি চাইলে আপনার নিকটস্থ্য সমাজসেবা কার্যালয় থেকে প্রতিবন্ধী ঋণ বিতরণ নীতিমালা সংগ্রহ করতে পারেন। এছাড়া গুগল সার্চ করেও নীতিমালাটি সংগ্রহ করতে পারবেন।

কিংবা এখানে ক্লিক করে নীতিমালাটি ডাউনলোড করে নিন। আমি আবারও বলছি ঋণের জন্য আবেদন করার আগে অবশ্যই ঋণ বিষয়ক নীতিমালাটি ভাল ভাবে পড়ে নেবেন।

এই ছিল সমাজসেবার প্রতিবন্ধী ঋণ বিষয়ক আলোচনা। এই আলোচনা আপনার কেমন লাগল তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি আর কি বিষয়ে জানতে চান সেটিও কমেন্ট করে জানাতে পারেন। সকলে ভাল থাকবেন সুস্থ্য থাকবেন লেখাটি পড়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button