মাতৃকালীন ভাতা কবে দেবে গর্ভকালীন ভাতা কবে দেবে ২০২৫

প্রিয় পাঠক, প্রতিবন্ধী ইনফোন ডট নেট এর পক্ষ থেকে একরাশ প্রিতি ও ভালবাসা গ্রহণ করবেন। আমাদের আলোচ্য বিষয়: মাতৃকালীন ভাতা কবে দেবে কিংবা গর্ভকালীন ভাতা কবে দেবে এ সম্পর্কে। আমরা অনেকেই জানি যে, বাংলাদেশ সরকার গর্ভবতি নারীদের গর্ভাবস্থায় এবং শিশু প্রসাবের পর মাসিক ভাতা প্রদান করে। আপনার পরিবারে যদি গর্ভবতি ভাতাভোগি থাকে তবে এই পোস্টটি আপনারই জন্য।
মাতৃকালীন ভাতা কি
মাকৃকালীন ভাতা হল: মহিলা অধিদপ্তর কর্তৃক পরিচালিত একটি বিশেষ ভাতা। এই ভাতা গর্ভবতি ভাতা নামেও পরিচিত। কোন বাংলাদেশী নারী তিন মাসের অন্তরসত্তা হলেই মাতৃকালীন ভাতার জন্য আবেদন করতে পারে।
আবেদন করলেই তাকে মাতৃকালীন ভাতা দেয়া হবে এমনটা নয়। উক্ত নারীর আবেদন যাচাই বাছাই করে ভাতা মঞ্জুরি কর্তপক্ষ ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে কেবলমাত্র তবেই আবেদনকারীকে ভাতা প্রদান করা হয়।
মাতৃকালীন ভাতা কত টাকা
প্রিয় পাঠক অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন মাতৃকালীন ভাতা কত টাকা কিংবা প্রতি মাসে মাতৃকালীন ভাতা কত টাকা দেয় সে সম্পর্কে। মহিলা অধিদপ্তর কর্তৃক পরিচালিত, গর্ভবতি বা মাতৃকালীন ভাতার পরিমাণ মাসিক ৮৫০ (আটশত পঞ্চাশ) টাকা। অনেকেই আবার প্রশ্ন করেন গর্ভবতি বা মাতৃকালীন ভাতার টাকার মোট পরিমাণ কত?। এ প্রশ্নের উত্তর হল: মোট প্রদেয় অর্থের পরিমাণ ৪৮ হাজার ৪৫০ টাকা।
মাতৃকালীন ভাতা কত মাস দেয়া হয়
মাতৃকালীন ভাতা সর্বমোট ৫৭ টি কিস্তিতে পরিশোধ করা হবে। অর্থ্যাৎ একজন গর্ভবতি নারী সর্বমোট ৫৭ মাস পর্যন্ত গর্ভবতি বা মাতৃকালীন ভাতার টাকা পাবে।
অনেকেই মনে করেন একবার মাতৃকালীন ভাতার অন্তরভুক্ত হলে সারা জীবন এই ভাতার টাকা পাওয়া যায়। তাদের এমন ধারণা সঠিক নয়। গর্ভাবস্থায় মাতৃকালীন ভাতার অন্তরভ‚ক্ত হবার পর সর্বমোট ৫৭ মাস পর্যন্ত মাতৃকালীন ভাতার টাকা পাওয়া যায়।
মাতৃকালীন ভাতা কবে দেবে ২০২৫
২০২৪ সালের অক্টোবর থেকে ডিসেম্বর, এই তিন মাসের মাতৃকালীন ভাতার টাকা কবে দেবে সে সম্পর্কে এবার বিস্তারিত আলোচনা করা হবে। আপনারা যারা মাতৃকালীন ভাতা পান তারা কম বেশি সবাই জানেন মাতৃকালীন ভাতার টাকা তিন মাস পর পর দেয়া হয়। অর্থ্যাৎ জানুয়ারি থেকে মার্চ এই তিন মাসের মাতৃকালীন ভাতার টাকা একসাথে দেয়া হয়ে থাকে। এভাবে মোট ৪ টি কিস্তিতে এক বছরের ভাতার টাকা প্রদান করা হয়।
২০২৪ সালের অক্টোবর থেকে ডিসেম্বর এই তিন মাসের মাতৃকালীন ভাতার টাকা কবে দেবে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আমরা মহিলা অধিদপ্তরের একজন উচ্চ পদস্থ্য কর্মকর্তার সাথে যোগাযোগ করেছিলাম।
তিনি তার পরিচয় প্রকাশ না করার শর্তে প্রতিবন্ধী ইনফো ডট নেটকে বলেন। ২০২৪ সালের অক্টোবর থেকে ডিসেম্বর, এই তিন মাসের মাতৃকালীন বা গর্ভবতি ভাতার টাকা ২০২৫ সালের জানুয়ারি মাসের ১৫ তারিখ থেকে দেয়া শুরু হবে, যা ফেব্রæয়ারি মাসের ১৫ তারিখ পর্যন্ত চলমান থাকবে।
মোট কথা মাতৃকালীন ভাতার টাকা ২০২৫ সালের জানুয়ারি মাসের ১৫ তারিখ থেকে দেয়া শুরু হবে, এবং ফেব্রæয়ারি মাসের ১৫ তারিখে শেষ হবে। এই সময়ের মধ্যেই সকল মাতৃকালীন ভাতাভোগিকে ভাতার টাকা প্রদান করা হবে।
গর্ভবতি ভাতা পাওয়ার নিয়ম
গর্ভবতি ভাতা পাওয়ার নিয়ম, কিংবা গর্ভভাতা কিভাবে পাওয়া যায় সে সম্পর্কে এবার আলোকপাত করা হবে। আপনারা যারা মাতৃকালীন ভাতা অর্থ্যাৎ গর্ভবতী ভাতা পেতে চাচ্ছেন কিন্তু কিভাবে পাওয়া যায় কিংবা কিভাবে গর্ভবতী ভাতার জন্য আবেদন করতে হয় তা জানেন না।
আপনাদের জন্য এবার বিস্তারিত আলোচনা করব। একজন নারী যখন তিন মাসের গর্ভবতী হবে তখন ইউনিয়ন পরিষদের তথ্য প্রযুক্তি উদ্যোগক্তার নিট গিয়ে আবেদন করতে পারবে। যারা পৌড় এলাকার বাসিন্দা তারা পৌড় তথ্য প্রযুক্তি উদ্যোগতার নিকট গিয়ে অনলাইনের মাধ্যমে গর্ভবতী ভাতার জন্য আবেদন করতে পারবে। প্রতি মাসের ২১ তারিখ থেকে উক্ত মাসের শেষ দিন পর্যন্ত আবেদন করা যাবে।
নোট: গর্ভবতী ভাতার আবেদন নিজে করা যায় না। আপনি চাইলেই আপনার মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে গর্ভবতী ভাতার জন্য আবেদন করতে পারবেন না। আপনাকে ইউনিয়ন/পৌড়সভা তথ্য প্রযুক্তি উদ্যোগক্তার নিকট গিয়ে আবেদন করতে হবে। অথবা উপজেলা তথ্য আপার নিকট গিয়ে আবেদন করতে হবে। মোট কথা গর্ভবতী ভাতার আবেদন নিজে করা যায় না।
গর্ভকালীন ভাতার আবেদন ফি কত টাকা
গর্ভবতী বা গর্ভকালীন ভাতার আবেদন ফি কত এবার সে সম্পর্কে আলোকপাত করা হবে। তবে পাঠকদের সুবিধার্থে একটি কথা বলে রাখা ভাল, আর তা হল গর্ভকালীন ভাতা ও গর্ভবতী ভাতা আলাদা কোন ভাতা নয়। এই দুটি ভাতা একই ভাতা।
গর্ভকালীন ভাতার আবেদন ফি হল ৫০ টাকা। আপনি যখন আবেদন করবেন তখন আপনাকে ৫০ টাকা ফি প্রদান করতে হবে। এই ৫০ টাকা ছাড়া ভাতা করানোর জন্য আর কোন টাকা দিতে হবে না।
কিছু অসাধু মানুষ গর্ভকালীন ভাতা করিয়ে দেয়ার কথা বলে আবেদনকারীদের নিকট থেকে টাকা দাবি করে। সহজ সরল আবেদনকারীগণ তাদের টাকা পয়সা দিয়ে প্রতারীত হয়। তাই সকলকে মনে রাখতে হবে, গর্ভবতী ভাতা করাতে আবেদন ফি ৫০ টাকা ছাড়া আর কোন টাকা পয়সা লাগে না।