ভাতা অনুদান ও ঋণ

ভাতা না পেলে করণীয় কি

প্রিয় পাঠক পাঠিকাবৃন্দ, প্রতিবন্ধী ইনফো ডট নেট এর পক্ষ থেকে একরাশ প্রিতি ও ভালবাসা গ্রহণ করবেন। আজ আমরা আলোচনা করব, ভাতা না পেলে করণীয় কি সে সম্পর্কে। আপনি যদি প্রতিবন্ধী, বয়স্ক কিংবা বিধবা ভাতাভোগি হন। অথচ ভাতার টাকা না পেয়ে থাকেন, তবে এই পোস্টটি আপনারই জন্য।

এই পোস্টে আমরা বিস্তারিত আলোচনা করব। ভাতার টাকা না আসলে কি করবেন। কিংবা ভাতার টাকা না পেলে করণীয় কি। তাই সকল পাঠক পাঠিকাদের কাছে আমার বিশেষ অনুরোধ। আপনারা সবাই পোস্টটি অবশ্যই সম্পুর্ণ পড়বেন। তো আর দেরি না করে আমাদের আলোচনা শুরু করছি।

ভাতা আসে না কেন

বাংলাদেশ সরকার অসচ্ছল প্রতিবন্ধীদের, প্রতিবন্ধী ভাতা, অসহায় বিধবা নারীদের, বিধবা ভাতা এবং বয়স্ক নাগরিকদের বয়স্ক ভাতা প্রদান করে। কিন্তু বিভিন্য কারণে আমরা ভাতার টাকা পাই না। কিংবা ভাতার টাকা আমাদের বিকাশ বা নগদ একাউন্টে আসার পরেও ভাতার টাকা আমরা তুলতে পারি না।

ভাতার টাকা না পেলে কি করতে হবে, কিংবা ভাতার টাকা না আসলে করণীয় কি সে সম্পর্কে নিচে কিছু নির্দেশনা দেয়া হল। আমরা সকলেই কম বেশি জানি যে, প্রতি তিন মাস পর পর প্রতিবন্ধী, বয়স্ক ও বিধবা ভাতার টাকা দেয়া হয়। বিগত জানুয়ারি মাসে, ২০২৪ সালের অক্টোবর থেকে ডিসেম্বর, এই তিন মাসের ভাতার টাকা দেয়া হয়েছে।

যখন সকলকে ভাতার টাকা দেয়া হয়, এবং যখন আপনার আশেপাশের ভাতাভোগিরা ভাতার টাকা পায়। তখন আপনি আপনার বিকাশ বা নগদ এ্যকাউন্টে নিয়মিত চোখ রাখবেন। কারণ যে কোন সময় আপনার বিকাশ বা নগদ এ্যকাউন্টে ভাতার টাকা চলে আসতে পারে।

ভাতার টাকা এসেছ কি না তা কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে আপনি খুব সহজেই জানতে পারবেন। ভাতার টাকা এসেছে কি না তা নিশ্চিত হবার জন্য প্রথমে আপনার বিকাশ বা নগদ এ্যকাউন্টের স্টেটমেন্ট চেক করুন।

যদি আপনি নিজে স্টেটমেন্ট চেক করতে না পারেন। তবে আপনার এলাকার বিকাশের দোকানে যান। দোকানদারকে বলুন আপনার ভাতার টাকা এসেছে কি না তা যেন তিনি আপনার এ্যকাউন্টের স্টেটমেন্ট চেক করে আপনাকে বলেন। দেকানদার বিকাশ বা নগদ এ্যকাউন্টের স্টেটমেন্ট চেক করলেই জানতে পারবে আপনার ভাতার টাকা এসেছে কি না।

যদি আপনার ভাতার টাকা আসে কিন্তু আপনার বিকাশ বা নগদ এ্যকাউন্টের ব্যালেন্সে ভাতার টাকা না থাকে। তবে বুঝবেন আপনার ভাতার টাকা অন্য কেউ চুরি করে নিয়েছে। ভাতার টাকা বিভিন্য ভাবে চুরি হতে পারে। আপনার কোন পরিচিত ব্যক্তি আপনার ভাতার টাকা তুলে নিতে পারে।

এজন্য কাউকে আপনার ফোনটি দেবেন না। বিশেষ করে যে মোবাইলে আপনার ভাতার টাকা আসে। সেই মোবাইল কখনই কাউকে দেবেন না, এবং আপনার বিকাশ বা নগদ এ্যকাউন্টের পিন নাম্বার সব সময় গোপন রাখবেন। কোন অবস্থাতেই আপনার বিকাশ বা নগদ এ্যকাউন্টের পিন নাম্বার অন্য কোন ব্যক্তিকে বলবেন না।

এমনকি আপনার পরিবার পরিজনের কাছেও আপনার পিন কোড প্রকাশ করবেন না। পিন যদি অন্য কাউকে বলেও থাকেন। তবে অতি দ্রæত পিন কোডটি পরিবর্তন করে নেবেন। অন্য কারও হাতে আপনার মেবাইল না দিলেও আপনার ভাতার টাকা চুরি হতে পারে।

অনেকেই বিভিন্য আইপি নাম্বার থেকে প্রয়শই ভাতাভোগিদের ফোন করে। বলে সে সমাজসেবা অফিস থেকে বলছে। এরপর বিভিন্য কথা বলে কোৗশলে ভাতাভোগির নিকট থেকে বিকাশ বা নগদের পিন কোড ও ওটিপি জেনে নেয়।

একবার যদি আপনি আপনার বিকাশ বা নগদের পিন কোড ও ওটিপি অন্য কাউকে দিয়ে দেন। তবে প্রতারক আপনার বিকাশ বা নগদ এ্যকাউন্টের নিয়ন্ত্রণ নিতে পারবে। এবং প্রতারক আপনার বিকাশ নগদ থেকে ভাতার টাকা সরিয়ে নিতে পারবে। তাই কোন অবস্থাতেই পিন কোড এবং ওটিপি অন্য কাউকে দেবেন না।

ভাতা না পেলে করণীয় কি

যদি আপনার ভাতার টাকা না আসে, তবে কি করবেন এবার সে সম্পর্কে আলোকপাত করব। মনে করা যাক সবার ভাতার টাকা আসা শেষ, কিন্তু আপনার ভাতার টাকা আসেনি। এমত অবস্থায় প্রথমে আপনি আপনার ভাতার টাকা এসেছিল কি না তা জানতে আপনার বিকাশ বা নগদের স্টেটমেন্ট চেক করুন।

যদি আপনার ভাতার টাকা আসে এবং চুরি হয়ে যায়। তবে তো আর কিছু করার নেই, আপনি শত চেষ্টা করলেও আর সেই টাকা ফেরত আনতে পারবেন না। তবে আপনি একটি কাজ করতে পারেন। আর যেন ভাতার টাকা চুরি না হয় তা নিশ্চিত করতে পারেন। এজন্য আপনার বিকাশ বা নগদ এর পিন কোডটি পরিবর্তণ করে নিন। পিন কোড পরিবর্তন করলে আপনার ভাতার টাকা আর চুরি হবে না।

আর যদি ভাতার টাকা সত্যিই না আসে তবে ভাতার বইটি নিয়ে সমাজসেবা অফিসে চলে যাবেন। সেখানে দায়িক্তরত অফিসারকে বলবেন, আপনার ভাতার টাকা আসেনি। প্রয়জনে তাকে আপনার বিকাশ বা নগদ এ্যকাউন্টের স্টেসমেন্ট দেখাবেন।

তিনি সব কিছু দেখার পর আপনার ভাতার টাকা কেন আসেনি তা জানার চেষ্টা করবে, এবং আপনাকে জানিয়ে দেবে আপনার ভাতার টাকা কেন আসল না। এছাড়াও কিছু কারণে ভাতার টাকা আসে না। যদি বিকাশ বা নগদ এ্যকাউন্ট ডিজাবল হয়ে থাকে সে ক্ষেত্রে ভাতার টাকা নাও আসতে পারে।

আমাদের বিকাশ বা নগদ এ্যকাউন্ট সচল আছে কি না সে দিকে আমাদের সব সময় খেয়াল রাখতে হবে। আমরা অনেকেই অন্য ব্যক্তিদের মাধ্যমে ভাতার অনলাইন আবেদন করে থাকি। তাই যার মাধ্যমে আবেদন করা হয়, সে চাইলেই আমাদের বিকাশ বা নগদ এ্যকাউন্ট নাম্বার প্রদান না করে, তার নিজের বিকাশ নগদ নাম্বার প্রদান করতে পারে।

সে যদি আবেদন করার সময় নিজের বিকাশ, নগদ নাম্বার দেয়। তবে আমরা কখনই ভাতার টাকা পাব না। তাই আবেদন করার পর সমাজসেবা অফিসে গিয়ে খোজ নিয়ে দেখতে হবে। বিকাশ, নগদ নাম্বারের স্থানে আমাদের নাম্বারই দেয়া আছে কি না। যদি আমাদের নাম্বার দেয়া না থাকে।

তবে সমাজসেবা অফিসে গিয়ে ফোন নাম্বার পরিবর্তন করে আমাদের নিজের নাম্বার বসিয়ে দিতে হবে। আপনি যদি উপরে বলা পরামর্শগুলি মেনে চলেন তবে আপনার ভাতার টাকা অবশ্যই আসবে। আমরা আবারও বলছি নিজের বিকাশ বা নগদ এ্যকাউন্টের পিন কোড কখনই কাউকে দেবেন না।

এবং কেউ ফোন করে সমাজসেবা অফিসের পরিচয় দিয়ে ওটিপি এবং পিন কোড চাইলে, পিনকোড ও ওটিপি দেবেন না। এই ছিল আজকের আলোচনা। সবাই ভাল থাকবেন সুস্থ্য থাকবেন এবং নিয়মিত চোখ রাখবেন প্রতিবন্ধী ইনফো ডট নেট ওয়েবসাইটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button