অন্যান্য

প্রতিবন্ধী কার্ড সংশোধন করবেন যেভাবে

প্রিয় পাঠক প্রতিবন্ধী ইনফো ডট নেট এর পক্ষ থেকে প্রাণঢালা ভালবাসা গ্রহণ করবেন। আমরা আজ আলোচনা করব প্রতিবন্ধী কার্ড সংশোধন সম্পর্কে। আমরা যারা প্রতিবন্ধী আছি। বাংলাদেশ সরকার আমাদের প্রতিবন্ধীতার প্রমাণক হিসেবে, প্রতিবন্ধী পরিচয়পত্র প্রদান করে থাকে।

এই প্রতিবন্ধী পরিচয়পত্র প্রতিবন্ধী কার্ড ও সুবর্ণ নাগরিক কার্ড নামেও পরিচিত। প্রতিবন্ধী পরিচয়পত্র গ্রহণের পর, যদি দেখা যায় তাতে ভুল আছে।

তবে প্রতিবন্ধী কার্ড সংশোধন করার প্রয়োজন হয়। প্রতিবন্ধী কার্ড কিভাবে সংশোধন করা যায় সে সম্পর্কে এই পোস্টে বিস্তারিত আলোচনা করা হবে। তাই সকল পাঠকদের কাছে আমার বিশেষ অনুরোধ। আপনারা এই পোস্টটি অবশ্যই সম্পুর্ণ পড়বেন।

যদি পোস্টটি সম্পুর্ণ না পাড়েন তবে অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। তখন প্রতিবন্ধী কার্ড সংশোধন করতে গিয়ে, বিভিন্য সমস্যার সম্মুখিন হবেন।

আমরা যারা প্রতিবন্ধী আছি, আমরা অনলাইনের মাধ্যমে আবেদন করে প্রতিবন্ধী কার্ড গ্রহণ করি। অনেক প্রতিবন্ধী নিজে আবেদন করতে পারি না। তারা কম্পিউটারের দোকান থেকে প্রতিবন্ধী কার্ডের জন্য আবেদন করে।

কিংবা কেউ ইউনিয়ন পরিষদ অথবা পৌড়সভার তথ্য কেন্দ্র থেকে প্রতিবন্ধী কার্ডের জন্য আবেদন করে।

তাই নিজে আবেদন না করার কারণে প্রতিবন্ধী কার্ডের অনলাইন আবেদনে প্রয়শই ভুল ভ্রান্তি হয়ে থাকে।

প্রতিবন্ধী কার্ড সংশোধন

আপনার প্রতিবন্ধী কার্ডে যদি এক বা একাধিক তথ্য ভুল থাকে যেমন, আপনার নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, ঠিকানা ইত্যাদি। তবে খুব সহজেই আপনি আপনার প্রতিবন্ধী কার্ডটি সংশোধন করতে পারবেন। প্রতিবন্ধী কার্ড সংশোধন করার জন্য, আপনাকে যেতে হবে প্রতিবন্ধী কার্ড প্রদানকারী কর্তৃপক্ষের নিকট।

আপনি যদি ইউনিয়ন পর্যায়ে বসবাস করেন, তবে আপনি যাবেন আপনার নিজ উপজেলার সমাজসেবা কার্যালয়ে। আর যদি আপনি পৌড়সভা এলাকায় বসবাস করেন, তবে আপনি যাবেন শহর সমাজসেবা কার্যালয়ে। সেখানে যাবার পর দায়িক্তরত কর্মকর্তাকে জানাবেন। আপনি আপনার প্রতিবন্ধী পরিচয়পত্রটি সংশোধন করতে চান।

দায়িক্তরত কর্মকর্তা আপনাকে একটি ফরম দেবেন। সেই ফরমটি পুরণ করে জমা দেবার মাধ্যমে প্রতিবন্ধী কার্ড সংশোধনের জন্য আবেদন করতে হবে।

আবেদন করার পর আপনার আবেদনটি প্রতিবন্ধী কার্ড প্রদানকারী কর্তৃপক্ষ। অর্থ্যাৎ সমাজসেবা কার্যালয়, যাচাই বাছাই করবে। যদি আপনি আবেদনের সাপেক্ষে উপযুক্ত প্রমাণ দাখিল করতে পারেন। তবে আপনার আবেদনটি গ্রহন করা হবে।

আর যদি আপনি আবেদনের সাপেক্ষে উপযুক্ত প্রমাণ পেশ করতে না পারেন। তবে আপনার আবেদনটি বাতিল করা হবে।

এই বিষয়টি আপনাদের বোঝার সুবিধার্থে উদাহারণ দিয়ে বলা যেতে পারে। মনে করা যাক, কমির সাহেব তার প্রতিবন্ধী কার্ডটি সংশোধন করতে চান। করিম সাহেবের শিক্ষা সনদে নাম আছে করিম শেখ।

আর করিম সাহেবের প্রতিবন্ধী কার্ডে নাম আছে মোঃ করিম আলী। শিক্ষা সনদ এবং প্রতিবন্ধী কার্ডে নামের অমিল থাকার কারণে, করিম সাহেবের বিভিন্য সমস্য হতে পারে।

যেমন করিম সহেব যদি সরকারী চাকরিতে প্রতিবন্ধী কোটায় আবেদন করতে চান। তবে তাকে আবেদনের সময় কিংবা পরবর্তিতে তার প্রতিবন্ধী কার্ড দাখিল করতে হবে। দুই স্থানে নাম দুই রকম থাকার করণে, করিম সাহেবের চাকরি হবে না।

তাই করিম সাহেবকে অবশ্যই তার প্রতিবন্ধী কার্ডটি সংশোধন করে, শিক্ষা সনদের সাথে নামের শতভাগ মিল নিশ্চিত করতে হবে।

প্রতিবন্ধী কার্ডের তথ্য সংশোধন করার জন্য করিম সাহেবকে প্রমাণক কাগজ দালিক করতে হবে। করিম সাহেবের নাম যে করিম আলী নয়। তার নাম যে আসলে করিম শেখ তার প্রমাণসরুপ আবেদন ফরমের সাথে করিম সাহেবকে তার শিক্ষা সনদের অনুলিপি কিংবা জাতীয় পরিচয়পত্রের অনুলিপি জমা দিতে হবে।

করিম সাহেব যদি তার নাম সংশোধনের প্রমাণক হিসেবে কোন কাগজ যেমন শিক্ষা সনদ, জাতীয় পরিচয়পত্রের কপি কিংবা জন্ম নিবন্ধন সনদের কপি দাখিল করতে না পারে। তবে তার প্রতিবন্ধী কার্ড সংশোধন আবেদনটি বাতিল বলে গোণ্য হবে।

প্রতিবন্ধী কার্ড সংশোধন করতে কি কি লাগে

প্রতিবন্ধী কার্ডের তথ্য সংশধন করার জন্য। জাতীয় পরিচয়পত্রের কপি, জন্ম নিবন্ধন সনদের কপি কিংবা শিক্ষা সার্টিফিকেটের কপি সংযুক্ত করতে হবে।

যদি আপনার শিক্ষা সনদ না থাকে, তবে আপনার জাতীয় পরিচয়পত্র এর কপি সংযুক্ত করতে পারেন। যদি জাতীয় পরিচয়পত্র না থাকে। তবে আপনার জন্ম নিবন্ধন সনদের কপি সংযুক্ত করতে পারেন।

প্রতিবন্ধী কার্ড সংশোধন ফরম

আপনি যদি চান তবে স্থানিয় সমাজসেবা কার্যালয় থেকে প্রতিবন্ধী কার্ড সংশোধন ফরম সংগ্রহ করতে পারবেন।

যদি অনলাইন থেকে প্রতিবন্ধী কার্ড সংশোধন আবেদন ফরম সংগ্রহ করতে চান। তবে এই লিংকে প্রবেশ করে প্রতিবন্ধী কার্ড সংশোধন আবেদন ফরমটি সংগ্রহ করতে পারবেন।

আবেদন ফরম পুরণ করে সমাজসেবা কার্যালয়ে জমা দেয়ার মাধ্যমে প্রতিবন্ধী কার্ড সংশোধনের জন্য আবেদন করতে হবে। আবেদন ফরম জমা দেয়ার ১৫ থেকে ৩০ দিনের মধ্যেই আবেদন গ্রহণ সাপেক্ষে সংশোধিত প্রতিবন্ধী কার্ড প্রদান করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button