অন্যান্য

অর্গানিক ফুড পেজের নাম Organic Food bd

অর্গানিক ফুড পেজের নাম, প্রিয় পাঠক পাঠিকাবৃন্দ। আজ আমরা বাংলাদেশের সেরা অর্গানিক ফুড বিক্রেতা কোম্পানির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। বর্তমানে ভেজাল মানহিন ও কেমিকেল যুক্ত খাবার গ্রহনের কারণে মানব দেহে বিভিন্য রোধ ব্যাধি বাসা বাধছে। তাই চিকিৎসক এবং স্বাস্থ্য বিশেষজ্ঞগণ অর্গানিক খাবার গ্রহনে উৎসাহিত করছেন। ফলে বাংলাদেশে অর্গানিক পণ্যের চাহিদা ক্রমগত বৃদ্ধি পাচ্ছে।

ক্রম বর্ধিত চাহিদার কারণে ব্যবসায়িরা অর্গানিক ফুডে বিনিয়োগ করছেন, এবং অনেক ক্ষুদ্র উদ্যোগক্ত অর্গানিক ফুডের ব্যবসা শুরু করছেন। কেউ ফেউসবুকে পেইজ খুলে ব্যবসা করছেন, কেউবা ই-কমার্স ওয়েবসাইট বানিয়ে ব্যবসা করছেন।

যেহেতু অর্গানিক পণ্যের ব্যাপক চাহিদা আছে এবং তা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তাই কিছু অসাধু ব্যবসায়ী ভেজাল ও মানহিন পণ্য, অর্গানিক পণ্য হিসেবে বিক্রি করছেন। ফলে সাধারণ ক্রেতাগণ ক্ষতিগ্রস্থ এবং প্রতারিত হচ্ছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার বিজ্ঞাপন দিয়ে তারা ভেজাল এবং অর্গানিক নয় এমন পণ্য, অর্গানিক পণ্য হিসেবে বিক্রি করছেন। তাই সাধারণ ক্রেতাদের এ বিষয়ে সতর্ক হতে হবে। কেবলমাত্র চটকদার বিজ্ঞাপন দেখেই পণ্য ক্রয় করা উচিত হবে না। পণ্য ক্রয় করার আগে বিক্রেতা কোথা থেকে পণ্য সংগ্রহ করেছে, পণ্য সত্যিকারের অর্গানিক কি না, সে সম্পর্কে আমাদের নিশ্চিত হতে হবে।

তবে সাধারণ ক্রেতাগণ এত ঝামেলায় জরাতে চান না। তারা নজর কারা বিজ্ঞাপন দেখে পণ্য ক্রয় করতে আগ্রহ প্রকাশ করেন। আমি নিজেও অর্গানিক ফুড গ্রহণ করি তাই ভাল অর্গানিক ফুড কোম্পানি সম্পর্কে আমার ভাল ধারণা আছে। তাই ভাবলাম বাংলাদেশের সেরা একটি অর্গানিক ফুড কোম্পানিকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেই।

অর্গানিক ফুড বাংলাদেশ Organic Food bd

অর্গানিক শপ বিডি ডট কম, বাংলাদেশের শির্ষস্থানিয় অর্গানিক ফুড কোম্পানি। অর্গানিক শপ বিডি সরাসরি বিদেশ থেকে অর্গানিক পণ্য আমদানি করে বাংলাদেশে খুচরা বিক্রি করে। যেমন: ডেনমার্ক থেকে খাঁটি ও অর্গানিক ঘি আমদানি করে খুচরা বিক্রি করে। ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান ঘি আমদানি করে। সরাসরি সুন্দর বন থেকে চাকের মধু সংগ্রহ করে খুচরা বিক্রি করে।

এছাড়াও অর্গানিক শপ বিডির আরও অনেক পন্য আছে। সকল পণ্যের বিবরণ এখানে দিতে গেলে পোস্টের আকার অনেক বড় হবে। আপনারা অর্গানিক শপ বিডি ডট কম এর ওয়েবসাইটে প্রবেশ করে পণ্য দেখতে এবং ক্রয় করতে পারবেন।

আমি অর্গানিক শপ বিডির অফিসে নিজে গিয়েছিলাম। সেখান থেকে কিছু পণ্য ক্রয় করেছি, এবং প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে দেখা করে জানতে চেয়েছিলাম। তারা কোথা থেকে পণ্য আমদানি করে, এবং তাদের আমদানি সংক্রান্ত সকল কাগজপত্র আছে কি না। প্রধান নির্বাহী কর্মকর্তা আমাকে বিণয়ের সাথে সকল তথ্য দিয়েছেন এবং সকল বৈধ কাগজপত্র দেখিয়েছেন।

সুতরাং নিশ্চিত ভাবে বলা যায়, অর্গানিক শপ বিডির প্রতিটি পণ্য খাঁটি ন্যাচারাল ও অর্গানিক। আমি অর্গানিক শপ বিডির, কাঠের ঘানিতে ভাংয়া সরিসার তেল নিয়মিত ব্যবহার করি। তাদের তেলটা আসলেই অনেক ভাল। আমি আগে ঘরের বাজার থেকে সরিসার তেল ক্রয় করতাম। কিন্তু অর্গানিক শপ বিডির সরিসার তেলটি ঘরের বাজারের তেলের চেয়ে ভাল।

Organic Shop BD price

অর্গানিক ফুডের উচ্চ চাহিদার কারণে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত দামে অর্গানিক ফুড বিক্রি করে। তবে অর্গানিক শপ বিডি এখানেও বেতিক্রম। তারা নায্য মুল্যে অর্গানিক ফুড বিক্রি করে। তাই আপনি যদি অর্গানিক ফুড গ্রহণ করে থাকেন তবে একবার অর্গানিক শপ বিডির ওয়েবসাইট ঘুরে দেখতে পারেন। ওয়েবসাইটে প্রবেশ করতে এখানে ক্লিক করুন। আশা করি হতাশ হবেন না।

আপনারা হয়ত ভাবছেন এটি স্পন্সার পোস্ট। কিন্তু না, এটি স্পন্সার পোস্ট নয়। আমি নিজে অর্গানিক শপ বিডির পন্য ব্যবহার করে উপকৃত হয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। অর্গানিক ফুড এবং প্রসাধনি সম্পর্কে আমার ব্যাপক আগ্রহ আছে। আপনারা যদি চান তবে আমি অর্গানিক ফুড সম্পর্কে নিয়মিত পোস্ট পাবলিশ করতে পারি। আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button