উপবৃত্তি

প্রাইমারি স্কুলের উপবৃত্তির টাকা কবে দিবে ২০২৫

প্রিয় পাঠক পাঠিকাবৃন্দ, প্রতিবন্ধী ইনফো ডট নেট এর পক্ষ থেকে একরাশ প্রিতি ও ভালবাসা গ্রহণ করবেন। আজকের আলোচ্য বিষয় হল: প্রাইমারি স্কুলের উপবৃত্তির টাকা কবে দিবে ২০২৫। বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র, তাই এদেশে শিক্ষার হার উন্নত দেশের তুলনায় কম। বাংলাদেশ সরকার চায় দেশের সকল মানুষ যেন শিক্ষার আলোয় আলোকিত হয়।

এ লক্ষ্যে বাংলাদেশ সরকার প্রাইমারি স্কুলে পড়–য়া সকল শিক্ষার্থীকে, মাসিক উপবৃত্তি প্রদান করে থাকে। বাংলাদেশে এমন অনেক পরিবার আছে, যারা সন্তানকে স্কুলে পাঠাতে আগ্রহ বোধ করে না।

তারা মনে করে সন্তানকে ছোট থেকেই কাজে দেয়া উচিত। কারণ তাদের ধারণা ছোট বয়সে কাজে গেলে অতি দ্রæত কাজ কর্ম শিখতে পারবে। এবং পরিবারের হাল ধরতে পারবে। যে সব পরিবার অতি গরিব বা দরিদ্র। তারাই শিশুদের কাজে দিতে বেশি আগ্রহ বোধ করে।

তাই গরিব পরিবারগুলি যেন তাদের সন্তানকে স্কুলে পাঠায়। সেজন্য প্রাথমিক স্তরে শতভাগ উপবৃত্তির ব্যবস্থা করেছে সরকার। অনেক পরিবার আছে, যারা কেবলমাত্র উপবৃত্তির টাকার জন্যই তাদের সন্তানকে স্কুলে পাঠায়। এতে অবশ্য শিশুটি শিক্ষা গ্রহণ করতে পারে। শিশুটির পরিবার কিছু টাকাও পায়। সরকারের উপবৃত্তি কার্যক্রমকে আমরা সাধুবাদ জানাই।

প্রাইমারি স্কুলের উপবৃত্তির টাকা কবে দিবে ২০২৫

প্রাইমারি স্কুলের উপবৃত্তির টাকা কবে দেবে এবার সে সম্পর্কে জানব। আমরা অনেকেই জানি, প্রতি তিন মাস পর পর প্রাইমারি স্কুলের উপবৃত্তির টাকা প্রদান করা হয়।

তিন মাস পর পর প্রাইমারি স্কুলের উপবৃত্তির টাকা না দিয়ে, যদি প্রতি মাসে উপবৃত্তির টাকা দেয়া হত। তবে উপবৃত্তিভোগিরা আরেকটু বেশি উপকৃত হত বলে আমি মনে করি।

প্রাইমারি স্কুলের উপবৃত্তির টাকা কবে দিবে, এই প্রশ্নের উত্তর জানতে প্রথমিক শিক্ষা অধিদপ্তরের সাথে যোগাযোগ করেছিলাম। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন উচ্চ পদস্থ্য কর্মকর্তা, তার নাম প্রকাশ না করার শর্তে প্রতিবন্ধী ইনফো ডট নেটকে বলেছেন।

২০২৫ সালের প্রাইমারি স্কুলের উপবৃত্তির টাকা ২০২৫ সালের জানুয়ারি মাসের ২০ তারিখ থেকে দেয়া শুরু হবে। যা ২০২৫ সালের ফেব্রæয়ারি মাসের ২৭ তারিখ পর্যন্ত চলবে।

অর্থ্যাৎ জানুয়ারি মাসের ২০ তারিখ থেকে প্রাইমারি স্কুলের উপবৃত্তির টাকা দেয়া শুরু হবে। এবং শেষ হবে ফেব্রæয়ারি মাসের ২৭ তারিখে। এ সময়ের মধ্যেই সকল প্রাইমারি স্কুলের উপবৃত্তিভোগিদের, মোবাইল ব্যংকিং সার্ভিসে প্রাইমারি স্কুলের উপবৃত্তির টাকা পৌছে যাবে। উল্লেখ যে ২০২৪ সালে অক্টোবর থেকে ডিসেম্বর, এই তিন মাসের উপবৃত্তির টাকা ২০২৫ সালের জানুয়ারি মাসে দেয়া শুরু হবে এবং ফেব্রæয়ারি মাসে শেষ হবে।

প্রিয় পাঠক যারা উপবৃত্তির টাকা পান। তারা জানুয়ারি মাসের ২০ তারিখ থেকে নিজের মোবাইল ব্যংকিং এ্যকাউন্টে নজর রাখবেন। যে কোন দিন, যে কোন সময় আপনার মোবাইলে উপবৃত্তির টাকা চলে আসতে পারে।

প্রিয় পাঠ, যদি উপবৃত্তির টাকা পেতে কোন সমস্য হয়। কিংবা উপবৃত্তির টাকা না আসে, তবে আপনি কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আমরা যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আপনার সমস্যাটি সমাধান করার চেষ্টা করব।

প্রাইমারি স্কুলের উপবৃত্তি সম্পর্কে আপনি যদি আরও কিছু জানতে চান, তবে কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনার কমেন্টের জবাব দেয়ার চেষ্টা করব। এই পোস্টের কোন পয়েন্ট যদি বুঝতে না পারেন। তবে তা অবশ্যই কমেন্ট করে জানান।

প্রিয় পাঠক আজকের মত তাহলে এ পর্যন্তই। সকলে ভাল থাকবেন সুস্থ্য থাকবেন। প্রাইমারি স্কুলের উপবৃত্তি সংক্রান্ত সর্বশেষ তথ্য সবার আগে জানতে, চোখ রাখুন প্রতিবন্ধী ইনফো ডট নেট ওয়েবসাইটে। লেখাটি পড়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

Related Articles

6 Comments

  1. উপবৃত্তি সংক্রান্ত আমার কিছু জানার ছিল। বিষয়টি হলো আমার বোন এবার ক্লাস ষষ্ঠ শ্রেনিতে পড়ে। পঞ্চম শ্রেনিতে নাম্বার নষ্ট হয়ে যাওযার কারনে একাউন্টে টাকা আসেনি। অক্টবরের শেষে নাম্বার টা পরিবর্তন করে। নতুন নাম্বার এন্ট্রি করা হয়। তাহলে কি ১ম কিস্তি ও ২ কিস্তি দুটোই টাকা পাবে নাকি। শেষের কিস্তির টাকা পাবে শুধু।
    আসা করি সঠিক পরামর্শ পাবো।

  2. জুলাই ডিসেম্বর এই ৬ মাসের এর টাকা কি দিবে না

  3. ফেব্রুয়ারি মাস ২৮ দিনে হয়।৩০ কোথায় পেলে?

  4. আমার মেয়ে ক্লাস 5 পরে আমার মেয়ের উপবৃত্তি এখনো আসনি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button